পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs Eng 1st ODI: বলে বুমরা, ব্যাটে রোহিত; ওভালে ইংরেজ 'বধ' ভারতের - India beat England in 1st odi

বল হাতে শুরুতেই ঝটকা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ ম্যাচে তাঁকে যোগ্য করেন মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণরা ৷ আর এদিন অধিনায়কোচিত ইনিংসে শেষটা করলেন রোহিত শর্মা (India beat England by 10 Wickets) ৷

India beat England
India beat England

By

Published : Jul 12, 2022, 9:33 PM IST

Updated : Jul 12, 2022, 10:21 PM IST

লন্ডন, 12 জুলাই: কেনিংটন ওভালে বুমরা 'ঝড়' ৷ মাত্র 19 রানে দিয়ে 6 উইকেট তুলে নিয়ে বাটলারবাহিনীকে 110 রানে শেষ করে দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন সদ্য করোনা সারিয়ে দলে ফেরা রোহিত শর্মা ৷ অধিনায়কোচিত ইনিংসে 78 রানে অপরাজিত 'শর্মাজি কা বেটা' ৷ যোগ্য সঙ্গত শিখর ধাওয়ানের ৷ ফলত, প্রথম ওয়ান ডে ম্যাচে 10 উইকেটে উনায়াসে জয় তুলে নিল ভারত (India beat England by 10 Wickets) ৷ সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল টিম ইন্ডিয়া ৷

এর আগে রোহিতকে ছাড়াই টি-20 সিরিজে ইংরেজ 'বধ' করেছিল ভারত ৷ এই সিরিজে মুম্বইকর দলে ফেরায় একাদশের শক্তি অনেকটাই বেড়েছে ৷ প্রথম ওয়ান ডে'তে এদিন সেটাই বোঝাল নীল জার্সিধারীরা ৷ 7টি চার, 5টি ছয়ে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা ৷ অন্যপ্রান্তে 54 বলে 31 রানে উইকেট ধরে রাখলেন ধাওয়ান ৷ গব্বরোচিত না হলেও শিখরের ইনিংসই হাত খোলার সুযোগ করে দিয়েছিল দলের নেতাকে ৷

এদিন শুরু কার্যত বুমরা দাপটেই ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ লজ্জ্বার ইতিহাসও গড়েছে 'বাটলার অ্যান্ড কোং' ৷ ভারতের বিরুদ্ধে এটাই ইংরেজদের সর্বনিম্ন ওয়ান ডে স্কোর ৷ অন্যদিকে, এর আগে 2017 সালে পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 রানে 5 উইকেট নিয়েছিলেন বুমরা ৷ এতদিন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে এটাই ছিল 'বুমবুম'-এর বেস্ট বোলিং ফিগার ৷ এদিন সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : টেমসের তীরে ইংরেজদের কাছে 'বুমেরাং বুমরা'

যদিও এত কিছুর মধ্যেও দলের মাথাব্যথা সেই কোহলিই ৷ টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, প্রথম ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । কুঁচকির চোটে সমর্থকদের আশা ভঙ্গ করে ছিটকে গিয়েছেন বিরাট ৷ শুধু তাই নয়, পরের দু’টি ম্যাচেও কোহলিকে পাওয়া যাবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয়নি বোর্ডের তরফে ।

Last Updated : Jul 12, 2022, 10:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details