লন্ডন, 12 জুলাই: কেনিংটন ওভালে বুমরা 'ঝড়' ৷ মাত্র 19 রানে দিয়ে 6 উইকেট তুলে নিয়ে বাটলারবাহিনীকে 110 রানে শেষ করে দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন সদ্য করোনা সারিয়ে দলে ফেরা রোহিত শর্মা ৷ অধিনায়কোচিত ইনিংসে 78 রানে অপরাজিত 'শর্মাজি কা বেটা' ৷ যোগ্য সঙ্গত শিখর ধাওয়ানের ৷ ফলত, প্রথম ওয়ান ডে ম্যাচে 10 উইকেটে উনায়াসে জয় তুলে নিল ভারত (India beat England by 10 Wickets) ৷ সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল টিম ইন্ডিয়া ৷
এর আগে রোহিতকে ছাড়াই টি-20 সিরিজে ইংরেজ 'বধ' করেছিল ভারত ৷ এই সিরিজে মুম্বইকর দলে ফেরায় একাদশের শক্তি অনেকটাই বেড়েছে ৷ প্রথম ওয়ান ডে'তে এদিন সেটাই বোঝাল নীল জার্সিধারীরা ৷ 7টি চার, 5টি ছয়ে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা ৷ অন্যপ্রান্তে 54 বলে 31 রানে উইকেট ধরে রাখলেন ধাওয়ান ৷ গব্বরোচিত না হলেও শিখরের ইনিংসই হাত খোলার সুযোগ করে দিয়েছিল দলের নেতাকে ৷