হ্যামিলটন, 22 মার্চ : ব্যাটাররা জ্বলে উঠতে না-পারলেও স্বল্প পুঁজি নিয়ে ঝলসে উঠলেন বোলাররা ৷ ফলস্বরূপ বাংলাদেশকে 110 রানে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ চারের সম্ভাবনা উজ্জ্বল করল মিতালি রাজ অ্যান্ড কোম্পানি (India beat Bangladesh by huge margin to keep semifinals hopes alive) ৷ ভারতের 230 রান তাড়া করতে নেমে 119 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ৷ পয়েন্টের নিরিখে সমমেরুতে থাকলেও রানরেটে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে তিনে উঠে এল 'উইমেন ইন ব্লু' ৷ ব্যাট হাতে মূল্যবান 27 রানের পর বল হাতে 4 উইকেট স্নেহা রানার ৷
'মাস্ট উইন' ম্য়াচে প্রথমে ব্যাট করে শুরুটা ভাল হলেও প্রত্যাশিত ব্যাটিং পারফরম্যান্স আসেনি ভারতীয় ব্যাটারদের থেকে ৷ অর্ধশতরান আসে যস্তিকা ভাটিয়ার ব্যাটে ৷ 50 রান করেন এই টপ অর্ডার ব্যাটার ৷ ওপেনিংয়ে 74 রান তোলেন স্মৃতি মন্ধনা এবং একাদশে ফেরা শেফালি বর্মা জুটি ৷ মন্ধনা করেন 30 রান ৷ শেফালির ব্যাট থেকে আসে 42 বলে 42 রানের ইনিংস ৷ মিতালি রাজ (0), হরমনপ্রীত কর (14) ব্যর্থ হলে স্টাম্পার ব্যাটার রিচা ঘোষকে নিয়ে ষষ্ঠ উইকেটে 54 রান যোগ করেন যস্তিকা ৷ শেষদিকে পূজা বস্ত্রকারের অপরাজিত 30 এবং স্নেহা রানার 27 রান ভারতকে 7 উইকেট হারিয়ে 229 রান তুলতে সাহায্য করে ৷