হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: এশিয়া কাপে ব্যর্থতার পর টি-20 বিশ্বকাপের আগে আশায় বুক বাঁধতে এমনই কোনও কারণ খুঁজছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ মোহালিতে প্রথম ম্যাচ হেরেও জামথায় গত ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ আর ব্যাটারদের দাপটে উপ্পলে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতে নিল 'মেন ইন ব্লু' (India beat Australia in third T20 to clinch the series) ৷ এক বল বাকি থাকতে এদিন উপ্পলে ভারতের 6 উইকেটে থ্রিলার জয়ের নায়ক সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি ৷ প্রথমজন করলেন মাত্র 36 বলে 69 (Suryakumar Yadav scores 69 runs) ৷ আর কোহলির ব্যাট থেকে এল ম্যাচ জেতানো 48 বলে 63 রানের ইনিংস (Virat Kohli made 63 runs) ৷
যদিও 16 বলে 25 রানে অপরাজিত হার্দিক পান্ডিয়ার কৃতিত্ব এই জয়ে খাটো করার নয় মোটেই ৷ উইনিং শট এল তাঁর ব্যাটেই (Hardik Pandya hits the winning shot) ৷ সবমিলিয়ে সিরিজে পিছিয়ে পড়েও সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি মেজাজেই সারল টিম ইন্ডিয়া ৷ নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রোহিত ৷ ওপেনার ক্যামেরন গ্রিন (21 বলে 52) এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটার টিম ডেভিডের (27 বলে 54) ভারতকে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় অস্ট্রেলিয়া ৷