চেন্নাই, 8 অক্টোবর: ঈশান কিষাণ, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার ৷ টপ অর্ডারের তিন ব্যাটারের মিলিত স্কোর শূন্য ৷ সেখান থেকে ম্যাচ বের করে আনলেন বিরাট কোহলি ও কেএল রাহুল ৷ দুই ব্যাটারের লড়াইয়ে আপাত সহজ ম্যাচ কঠিন করে জিতল ‘মেন ইন ব্লু’ ৷ অজিদের দেওয়া 200 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র 2 রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিন ব্যাটার ৷ সেই ম্যাচই 6 উইকেটে জিতে নিল ভারত ৷ কোহলি ফিরলেও রাহুল অপরাজিত রইলেন 97 রানে ৷
সেখান থেকে ফেরত আসার লড়াইটা শুরু করেন রাহুল-বিরাট ৷ যদিও অজিদের হারের পেছনে দায়ী মিচেল মার্শ ৷ শুরুতেই সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন কোহলি ৷ বল ফলো করে ঠিক জায়গায় এসেও শেষ মুহূর্তে বল রিড করতে পারেননি মার্শ ৷ ওই সময় কোহলি ফিরলে আরও চাপে পড়ে যেত ভারত ৷ জীবন ফিরে পেয়েই গতি কমিয়ে-বাড়িয়ে খেললেন বিরাট ৷ রাহুল শুরুতে উইকেট ধরে খেললেও মাঝপথে গিয়ার বদলে মারমুখী ভঙ্গিতে চলে এলেন ৷ প্রাথমিক ঝটকা দিলেও এই দুই ব্যাটারকে আটকানোর অঙ্ক কিছুতেই বের করতে পারল না অস্ট্রেলিয়ার বোলাররা ৷
শেষ মুহূর্তে ব্যক্তিগত 85 রানের মাথায় কোহলি ফিরলেও ম্যাচ বের করে নিতে কোনও অসুবিধা হয়নি ভারতের ৷ 97 রানে অপরাজিত রইলেন রাহুল ৷ 8 বলে 11 রান করলেন হার্দিক পান্ডিয়া ৷ প্রথম তিন ব্যাটার ব্যর্থ হওয়ার পরেও যেভাবে ম্যাচ বের করে আনল দলের মিডল অর্ডার, তাতে দলের ব্যাটিং লাইন-আপের শক্তির প্রমাণ আরও একবার দিয়ে দিল ৷