মোহালি, 22 সেপ্টেম্বর: প্রথমার্ধে শামি ‘শো’ ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে রুতুরাজ গায়কোয়াড় ও শুভমন গিলের জমাটি ব্যাটিং ৷ যার শেষটা করল সূর্যকুমার-রাহুলের বুদ্ধিদীপ্ত পার্টনারশিপ ৷ সবের মিশেলে প্রথম ম্যাচেই অজি ‘বধ’ করল ‘মেন ইন ব্লু’ ৷ রোহিত শর্মা-বিরাট কোহলিকে ছাড়াই 5 উইকেটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিল টিম ইন্ডিয়া ৷ বিশ্বকাপের আগে ফিল্ডিং টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা যতটা বাড়িয়েছে, ততটাই স্বস্তি দিয়েছে ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্ট ৷ 51 রানে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরে মহম্মদ শামি ৷
অস্ট্রেলিয়ার দেওয়া 277 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছিলেন দুই ওপেনার ৷ 142 রানের পার্টনারশিপ গড়ে ক্রিজ ছাড়েন রুতুরাজ ৷ অ্যাডাম জাম্পার বল বুঝতে পারেননি, সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ’য়ের শিকার হন সিএসকে ব্যাটার ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে গায়কোয়াড়ের অবদান 71 রান ৷ হাফ-সেঞ্চুরির পর ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি গিলও ৷ ব্যক্তিগত 74 রানের মাথায় তাঁর উইকেট ভেঙে দেয় জাম্পার ঘূর্ণি ৷
পিঠের চোট সারিয়ে একাদশে ফিরলেও দাগ কাটতে পারেননি শ্রেয়স আইয়ার ৷ মাত্র 3 রান করেই রান-আউট হয়ে ফেরত যান কেকেআর অধিনায়ক ৷ শুরুটা ভালো করেও 18 রানেই ক্রিজ ছাড়েন ঈশান কিষাণও ৷ শেষ পর্যন্ত কেএল রাহুল ও সূর্যকুমার যাদবের জুটিতে ভর করে ম্যাচ বের করে নিল ভারত ৷ শেষ মুহূর্তে ‘স্কাই’ ফিরলেও ততক্ষণে ম্যাচের রাশ ভারতের কাঁধে ৷ শেষ পর্যন্ত 48.5 ওভারে 5 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া ৷ ব্যাক্তিগত 58 রানে অপরাজিত থাকেন ক্যাপ্টেন রাহুল ৷ মোহালিতে জিতে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত ৷ সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার হোলকর স্টেডিয়ামে ৷