আবুধাবি, 3 নভেম্বর : প্রথম দু'ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দল বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে অন্তত চেষ্টার কোনও ত্রুটি রাখল না ৷ আবুধাবিতে নিজেকে উজাড় করে দেওয়া বিরাটবাহিনী ফলও পেল হাতেনাতে ৷ আফগানিস্তানকে 66 রানে হারিয়ে সেমিফাইনালের আশা বেঁচে থাকল ভারতীয় শিবিরে ৷ প্রথমে রোহিত-রাহুলের রেকর্ড ওপেনিং জুটি ৷ পরে হার্দিক-পন্থের ঝড় এবং বোলারদের যোগ্য সঙ্গত ৷ সবমিলিয়ে এই ম্যাচের আগে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানকে হারানোর ম্যাচে ভারতের পাওনা অনেক ৷
টস হারা অভ্যাসে পরিণত করে ফেলেছেল বিরাট ৷ তবে প্রথমে ব্যাট হাতে নেমে এদিন অকুতোভয় রোহিত শর্মা-কেএল রাহুলে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে 140 করলেন রোহিত-রাহুল ৷ হাফসেঞ্চুরি করে রোহিত ফেরেন 74 রানে, রাহুল করেন 69 ৷ শেষ কয়েক ওভারে ঝড় তোলেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া ৷ রোহিত-রাহুলের গড়ে দেওয়া ভিতে ইমারত গড়েন দু'জনে ৷