মুম্বই, 12 ডিসেম্বর:লাল বলের ক্রিকেটে এখনও যথেষ্ট জায়গা পাচ্ছে না ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ আগামীতে কোচ অমল মজুমদারের দল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ৷ তার আগে সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনটাই দাবি করলেন স্মৃতি মন্দনা ৷ ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়কের এই কথা যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ এর আগে প্রায় দু'বছর আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল ভারত ৷ দু'টি ম্যাচই ড্র করে তারা ৷ কিন্তু তারপর থেকে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলার অভিজ্ঞতা আর ভারতীয় মহিলা দলের নেই ৷
ইংল্যান্ডের কথা বলতে গেলে, এই বছরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছে তারা ৷ তাঁর এক দশকের কেরিয়ারে মাত্র 4টি টেস্ট খেলেছেন স্মৃতি নিজেই ৷ টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা বলতে গেলে তাঁকেও অনভিজ্ঞই বলা চলে ৷ তবে কোচ অমল মজুমদারের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রঞ্জি ট্রফি খেলার ৷ সেই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "অমল স্য়ারের মতো একজন অভিজ্ঞ কোচ আছে আমাদের ৷ রঞ্জি ট্রফির বিপুল অভিজ্ঞতা রয়েছে ওনার ৷ আমাদের দু' তিনজনের থেকে অনেক বেশি লাল বল খেলার অভিজ্ঞতা তাঁর আছে ৷ আমি দেখেছি মেয়েরা ওনাকে জিজ্ঞাসা করছে তাঁর অভিজ্ঞতা জানতে চাইছে ৷"
বৃহস্পতিবার ম্য়াচ শুরু ৷ তার আগে তিনি বলেন, "বেঙ্গালুরুতে রাজ্যের জন্য় খেলতে যাওয়ার আগে আমরা লাল, সাদা দুই বলেই অনুশীলন করেছিলাম ৷ যারা টি-20 স্কোর্য়াডে ছিল না তারাও নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছে ৷ আজ আর আগামিকাল আমাদের জন্য় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷" ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের একমাত্র টেস্ট ম্য়াচটি খেলবে ভারত ৷ তিনি এও জানান, চার দিনের খেলার জন্য প্রস্তুতিটা যতটা না শারীরিক তার চেয়ে অনেক বেশি মানসিক ৷ আশা করি, যেমন মেয়েরা প্র্যাকটিস করেছে তারা তেমনই মাঠেও দিতে পারবে ৷
তিনি এও বলেন, "সত্যি কথা বলতে শেষ চার-পাঁচ বছরে আমরা প্রচুর টি-20 এবং ওয়ান ডে ম্যাচ খেলেছি ৷ ঘরোয়া ক্ষেত্রেও তাই টি-20 আর ওয়ান ডে-র কথা মাথায় রেখেই লিগগুলি তৈরি হচ্ছে ৷ কারণ অনেক বিশ্বকাপ আমরা খেলছি ৷ কিন্তু আমরা টেস্ট খেলি না বললেই চলে ৷ 10 বছরে আমি নিজেই মাত্র 4টি টেস্ট খেলেছি ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে টেস্ট ম্যাচ বাড়লে আমরা দেখব ঘরোয়া লিগেও আমরা দু'দিন এবং চার দিনের ম্যাচের ওপর গুরুত্ব বাড়বে ৷"
আরও পড়ুন:
- বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে পোর্ট এলিজাবেথে যথাসময়েই হল টস, হেরে প্রথমে ব্যাট করছে সূর্যর ভারত
- জয় হাতছাড়া হরমনপ্রীতদের! ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হার, সিরিজ দখল ব্রিটিশদের
- আইপিএল নিলাম পর্বে 333জন ক্রিকেটার, নজরে রাচিন-স্মিথ-হেডরা