পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SL 1st Test : দুই ওপেনারকে হারিয়েও মধ্যাহ্নভোজের আগেই একশো পেরোল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমদিন মর্নিং সেশনে 109 রান তুলল ভারত (India are 109 FOW 2 at lunch) ৷ ক্রিজে অপরাজিত হনুমা বিহারী এবং সেঞ্চুরি টেস্ট খেলতে নামা বিরাট কোহলি ৷

IND vs SL 1st Test
দুই ওপেনারকে হারিয়েও মধ্যাহ্নভোজের আগেই একশো পেরোল ভারত

By

Published : Mar 4, 2022, 12:06 PM IST

Updated : Mar 4, 2022, 12:32 PM IST

মোহালি, 4 মার্চ : শুরুটা ভাল করেও অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লম্বা হল না রোহিত শর্মার ইনিংস ৷ আশা জাগিয়ে ব্যর্থ হলেন আরেক ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ৷ তবে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের ভূত ঝেড়ে ফেলে বিরাট কোহলির শততম টেস্টে ভাল শুরু ভারতের ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমদিন মর্নিং সেশনে 109 রান তুলল ভারত (India are 109 FOW 2 at lunch) ৷ ক্রিজে অপরাজিত হনুমা বিহারী এবং সেঞ্চুরি টেস্ট খেলতে নামা বিরাট কোহলি ৷

মোহালিতে প্রথম ম্যাচে এদিন টসভাগ্য সঙ্গ দেয় অধিনায়ক রোহিতকে ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে বিশেষ সময় নেননি তিনি ৷ এরপর ওপেনিং জুটিতে অর্ধশতরান পূর্ণ করে দ্বীপরাষ্ট্রের বোলারদের উপর জাঁকিয়ে বসার ইঙ্গিত দেন রোহিত-ময়াঙ্ক জুটি ৷ কিন্তু দলীয় 52 রানের মাথাতেই ছন্দপতন ৷ সীমিত ওভারের মেজাজে শুরু করা রোহিত লাহিরু কুমারার ডেলিভারিতে সুরঙ্গা লাকমলের হাতে ধরা পড়েন ৷ 6টি বাউন্ডারিতে 28 বলে 29 রান আসে তাঁর ব্যাটে ৷ ময়াঙ্ক করেন 33 রান ৷

আরও পড়ুন : সঙ্গী অনুষ্কা, ছেলেবেলার নায়কের থেকে শততম ম্যাচের স্মারক পেয়ে আপ্লুত বিরাট

লসিথ এম্বুলদেনিয়া ময়াঙ্ককে ফেরালে ক্রিজে নামেন বিরাট কোহলি ৷ মাইলস্টোন ম্য়াচে নামার আগে এদিন প্রাক্তন অধিনায়ককে সংবর্ধিত করে বিসিসিআই (BCCI felicitates Virat Kohli for appearing 100th test match for country) ৷ কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম ম্যাচের বিশেষ ক্যাপ সংগ্রহ করে বিরাট বলেন, ""বিসিসিআই-কে ধন্যবাদ ছেলেবেলার নায়কের হাত থেকে শততম টেস্ট ম্যাচের বিশেষ ক্যাপ সংগ্রহ করার সুযোগ দেওয়ায় ৷" ময়াঙ্ক ফিরে যাওয়ার পর মধ্যাহ্নভোজের আগে বাকি সময়টা হনুমা বিহারীর সঙ্গে জুটি বেঁধে উতরে দেন কোহলি ৷ আপাতত 22 বলে 15 রানে অপরাজিত তিনি ৷ বিহারী অপরাজিত 30 রানে ৷

Last Updated : Mar 4, 2022, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details