মুম্বই, 8 ডিসেম্বর : আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য 18 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই (Indian Test squad announced for SA tour) ৷ ধারাবাহিক খারাপ ফর্ম সত্ত্বেও রংধনুর দেশে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিলেন অজিঙ্ক রাহানে (Rahane retains his place for upcoming tour) ৷ তবে সহ-অধিনায়কের চাকরি গেল মুম্বইকর ব্যাটারের ৷ পরিবর্তে বিরাট কোহলির ডেপুটির দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা (Rohit Sharma has been named as the new vice-captain of the Test team) ৷
কিন্তু এই রাহানের হাত ধরে চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে ভারত ৷ গাব্বায় টিম ইন্ডিয়ার প্রথম টেস্ট জয়ের কৃতিত্বও রাহানের নেতৃত্বে ৷ সেই রাহানের হাত থেকে আসন্ন প্রোটিয়া সফরে সহ-অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে নিলেন জাতীয় নির্বাচকরা ৷এছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত স্কোয়াডে উল্লেখযোগ্য ঘটনা হল, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের জায়গা না পাওয়া ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না রবীন্দ্র জাদেজা ৷ সেই চোটের কারণেই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য জাদেজাকে ছাড়া দল ঘোষণা করলেন নির্বাচকরা ৷ অক্ষর প্যাটেল এবং শুভমন গিলকেও চোটের কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ৷
তবে অভিষেক টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাচ্ছেন শ্রেয়স আইয়ার ৷ শেষ 12টি ম্যাচে 19.57 গড়ে মাত্র 411 রান করা রাহানেকে আরও একটা সুযোগ দিলেন নির্বাচকরা ৷ মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 47 রান করে জায়গা টিকিয়ে রেখেছেন 'ডিপেন্ডবল' পূজারাও ৷
আরও পড়ুন : Rohit replaces Virat as ODI captain : নেতৃত্বে 'বিরাট' বদল, ওয়ান-ডে ক্যাপ্টেনও রোহিত