মুম্বই, 26 জানুয়ারি :ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে এবং টি-20 সিরিজে নেতৃত্ব দিতে যে রোহিত শর্মা প্রস্তুত, সে কথা জানা গিয়েছিল সকালেই ৷ সন্ধেয় নির্বাচকমণ্ডলী বৈঠকে বসেছিল ক্যারিবিয়ান সিরিজের স্কোয়াড বেছে নিতে ৷ দু'টি ফর্ম্যাটের জন্য 18 সদস্যের দু'টি ভিন্ন স্কোয়াড বেছে নিল তারা (India announce 18 men squad for upcoming ODI and T20 series against West Indies) ৷ স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক ৷ তবে চোট সারিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রোহিতের প্রত্যাবর্তন এবং পূর্ণসময়ের অধিনায়ক হিসেবে ভারতকে যে প্রথমবার নেতৃত্ব দিতে চলেছেন সেটাই সবচেয়ে চর্চার বিষয় ৷আর টিম ইন্ডিয়ার জার্সিতে রোহিতের নেতৃত্বে প্রথমবার খেলবেন বিরাট ৷ বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে ৷
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন দীপক হুডা ৷ 50 ওভারের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটছে চায়নাম্য়ান কুলদীপ যাদবের ৷ ছ'মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি ৷ অন্যদিকে টি-20 সিরিজের জন্য স্কোয়াডে ডাক পেলেন আনক্য়াপড রবি বিষ্ণোই ৷ 6 ফেব্রুয়ারি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান-ডে খেলবে রোহিতের ভারত ৷