লন্ডন, 7 জুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাঠে 1 মিনিটের নীরবতা পালন করলেন ভারত এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৷ দুই দেশের জাতীয় সঙ্গীতের আগে ওড়িশার এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করলেন রোহিত-কামিন্সরা ৷ দু'দলের ক্রিকেটাররাই সেই ঘটনার শোকে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৷
অন্যদিকে, কালই জানিয়ে দেওয়া হয়েছে ওড়িশায় বালাসোরের কাছে বাহানাগা বাজারে জোড়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা 275 থেকে বেড়ে হয়েছে 278 ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাই মৃতের সংখ্যা বেড়েছে বলে জানাল রেল ৷ তবে ওড়িশা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা 275 ।
ডিআরএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত 1100 জনের মধ্যে প্রায় 200 লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । 278টি দেহের মধ্যে 177টি শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আরও 101টি দেহ শনাক্ত করা বাকি রয়েছে ৷ ওই দেহগুলিকে ছয়টি ভিন্ন হাসপাতালে রাখা হয়েছে বলে তিনি জানান ।