সেঞ্চুরিয়ন, 28 ডিসেম্বর : সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে বক্সিং-ডে টেস্টে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে দ্বিতীয় দিনের খেলা ৷ প্রথম ইনিংসে লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকালেও বড় রান করতে পারল না ভারত ৷ 327 রানে গুটিয়ে গেল কোহলি-বাহিনী (India All Out for 327) ৷ তৃতীয় দিনে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার কাসিগো রাবাদা, লুঙ্গি এনগিদিরা ৷
রাহুলের সেঞ্চুরি ও ময়াঙ্ক আগরওয়ালের 60 রানের সুবাদে সেঞ্চুরিয়নে প্রথম দিনের শেষে 3 উইকেট হারিয়ে 272 রান তুলেছিল ভারত ৷ পূজারা-বিরাট ব্যর্থ হলেও পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ধরে খেলছিলেন রাহানে ৷ দিনের শেষে মনে হচ্ছিল, সেঞ্চুরিয়নে টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়বে ভারত ৷ কিন্তু, বাধ সাধে বৃষ্টি ৷ দ্বিতীয়দিনের খেলা বাতিল হয়ে যাওয়ার পরে তৃতীয়দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত ৷