পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs SA Boxing Day Test : এনগিদি-রাবাদার দাপটে বড় রান করতে ব্যর্থ ভারত, পাল্টা আঘাত বুমরাদের - India All Out for 327 in first innings of Boxing Day Test

সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে বক্সিং-ডে টেস্টে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে দ্বিতীয় দিনের খেলা ৷ প্রথম ইনিংসে রাহুল সেঞ্চুরি হাঁকালেও বড় রান করতে পারল না ভারত ৷ 327 রানে গুটিয়ে গেল কোহলি-বাহিনী (India All Out for 327) ৷

Ind vs SA Boxing Day Test
এনগিদি-রাবাদার দাপটে বড় রান করতে ব্যর্থ ভারত

By

Published : Dec 28, 2021, 3:16 PM IST

Updated : Dec 29, 2021, 6:53 AM IST

সেঞ্চুরিয়ন, 28 ডিসেম্বর : সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে বক্সিং-ডে টেস্টে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে দ্বিতীয় দিনের খেলা ৷ প্রথম ইনিংসে লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকালেও বড় রান করতে পারল না ভারত ৷ 327 রানে গুটিয়ে গেল কোহলি-বাহিনী (India All Out for 327) ৷ তৃতীয় দিনে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার কাসিগো রাবাদা, লুঙ্গি এনগিদিরা ৷

রাহুলের সেঞ্চুরি ও ময়াঙ্ক আগরওয়ালের 60 রানের সুবাদে সেঞ্চুরিয়নে প্রথম দিনের শেষে 3 উইকেট হারিয়ে 272 রান তুলেছিল ভারত ৷ পূজারা-বিরাট ব্যর্থ হলেও পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ধরে খেলছিলেন রাহানে ৷ দিনের শেষে মনে হচ্ছিল, সেঞ্চুরিয়নে টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়বে ভারত ৷ কিন্তু, বাধ সাধে বৃষ্টি ৷ দ্বিতীয়দিনের খেলা বাতিল হয়ে যাওয়ার পরে তৃতীয়দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত ৷

আরও পড়ুন : ত্মপ্রকাশে রেকর্ডবুকে বোল্যান্ড, রুটদের ধরাশায়ী করে অ্যাসেজ ধরে রাখল অজিরা

বক্সিং-ডে টেস্টের প্রথমদিন যদি রাহুলের হয়, তৃতীয়দিন নিঃসন্দেহে লুঙ্গি এনগিদি এবং কাসিগো রাবাদার ৷ তাদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত ৷ রাহুল-রাহানে আউট হয়ে যাওয়ার পর ব্যক্তিগত দু'অঙ্কের গন্ডি টপকেছেন দলের মাত্র একজন ব্যাটার, জসপ্রীত বুমরা ৷ যদিও পাল্টা ব্যাট করতে নেমে ভাল জায়গায় নেই প্রোটিয়ারাও ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত 5 উইকেট হারিয়ে 116 রান তুলেছেন মাক্রাম-বাভুমারা ৷

Last Updated : Dec 29, 2021, 6:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details