পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SA Second Test : ওয়ান্ডারার্সে 200তেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস, প্রথমদিনের শেষে ভাল জায়গায় প্রোটিয়ারা

ভারতের পয়মন্ত মাঠে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা ৷ এঁদের মধ্যে মার্কো জানসেনের অভিষেক হয়েছে গত ম্যাচেই ৷ এদিন সর্বাধিক 4 উইকেট এল তাঁর ঝুলিতেই (Marco Jansen takes 4 wickets) ৷ বাকি ছ'টি উইকেট ভাগ করে নিলেন কাগিসো রাবাদা এবং ডুয়েন অলিভিয়ের ৷

IND vs SA Second Test
ওয়ান্ডারার্সে সস্তায় গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস

By

Published : Jan 3, 2022, 8:02 PM IST

Updated : Jan 3, 2022, 9:38 PM IST

জোহানেসবার্গ, 3 জানুয়ারি : রেনবো নেশনে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় কি অধরাই রয়ে যাবে ? নাকি কেপটাউন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ কারণ জো'বার্গ টেস্টে শুরুটা যেভাবে হল টিম ইন্ডিয়ার তাতে ওয়ান্ডারার্সে জয়ের আশা করা বোকামি ৷ প্রথম ইনিংসে মাত্র 202 রানেই শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস (India all out for 202 in their first innings at Wanderers) ৷ অর্ধশতরান করলেন স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুল ৷ 46 রান এল রবি অশ্বিনের ব্যাটে ৷ প্রোটিয়া পেসারদের সামনে ভারতের অবশিষ্ট ব্যাটিং লাইন-আপ নিয়ে যত কম বলা যায় ততোই ভাল ৷ মার্করামের উইকেট হারালেও দিনের শেষে ভাল জায়গায় প্রোটিয়ারা ৷

ভারতের পয়মন্ত মাঠে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা ৷ এঁদের মধ্যে মার্কো জানসেনের অভিষেক হয়েছে গত ম্যাচেই ৷ এদিন সর্বাধিক 4 উইকেট এল তাঁর ঝুলিতেই (Marco Jansen takes 4 wickets) ৷ বাকি ছ'টি উইকেট ভাগ করে নিলেন কাগিসো রাবাদা এবং ডুয়েন অলিভিয়ের ৷ সবমিলিয়ে ওয়ান্ডারার্সে চাপে ভারত ৷ জো'বার্গে ইতিহাস গড়ার স্বপ্ন বুমেরাং হয়ে ফিরল কিনা সময় বলবে ৷ তবে প্রথমদিনের নিরিখে নিঃসন্দেহে অ্যাডভান্টেজ ডিন এলগারের দল ৷ ভারতের 202 রানের জবাবে 35/1 শেষ করল তারা ৷ এলগার নিজে অপরাজিত 11 রানে, সঙ্গী পিটারসন 14 নট-আউট ৷

পিঠের চোটে আচমকা সোমবার সকালে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি (Viart Kohli opted out himself from Wanderers test due to back injury) ৷ অধিনায়কের ব্লেজার গায়ে চাপিয়ে ওয়ান্ডারার্সে টস করতে যান কেএল রাহুল ৷ ব্যাট হাতে করলেন অধিনায়কোচিত অর্ধশতরান ৷ কিন্তু সঙ্গত পেলেন কই ? পূজারা (3), রাহানে (0) এরপরেও সুযোগ পেলে অন্যায় হবে অভিষেকে শতরানকারী শ্রেয়স আইয়ারের কিংবা হনুমা বিহারীর সঙ্গে ৷ যদিও বিরাট না থাকায় এই টেস্টে সুযোগ পেয়েছেন বিহারী ৷

আরও পড়ুন : IND vs SA Second Test : দ্বিতীয় সেশনে জোড়া উইকেট পতন, অধিনায়কের অর্ধশতরানেও ওয়ান্ডারার্সে ফিকে ভারতের ব্যাটিং

প্রথম সেশনে তিন উইকেট খোয়ানোর পর অধিনায়কের সঙ্গে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ তিনি ৷ ফেরেন 20 রানে ৷ রাহুল ফেরেন 50 রানেই ৷ পন্থ করেন 17 রান ৷ শেষদিকে অশ্বিনের 50 বলে 46 রানে দু'শোর গন্ডি পেরোতে সক্ষম হয় ভারত ৷ দ্বিতীয়দিন শামি-বুমরাদের দিকে চেয়ে থাকা ছাড়া বিশেষ কিছু করণীয় নেই ৷

Last Updated : Jan 3, 2022, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details