হংকং, 21 জুন: এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং টিমস কাপে চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা 'এ' দল ৷ লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে 31 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন শ্বেতা সেরাওয়াতরা ৷ এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন শ্বেতা ৷ ভারতের মেয়েরা প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 127 রান করেন ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র 96 রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ ৷ 23 বলে অপরাজিত 30 রান সঙ্গে দু'টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কণিকা আহুজা ৷
সদস্য দেশগুলিকে নিয়ে এ বছর থেকে মহিলাদের ইমার্জিং টিমস কাপ শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ এদিন সেই টুর্নামেন্টের প্রথম সংস্করণের ফাইনাল ম্যাচে বাংলাদেশ মহিলা 'এ' দলের বিরুদ্ধে 31 রানে জিতল ভারতীয় মহিলা দল ৷ টি-20 এই প্রতিযোগিতার ফাইনালে প্রথমে ব্যাট করে 127 রান তোলে ভারতের মেয়েরা ৷ অধিনায়ক শ্বেতা সেরাওয়াত এবং উমা ছেত্রী শুরুটা ভালো করলেও, হংকংয়ের মন্থর উইকেটে বড় রান তুলতে ব্যর্থ হন তাঁরা ৷ শ্বেতা 20 বলে 13 রান করেন ৷ উমা ছেত্রী 20 বলে 22 রান করেছেন ৷
আরও পড়ুন:কামিন্স-লায়নের লড়াইয়ে 2 উইকেটে থ্রি-লায়ন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অজিদের