ফ্লোরিডা, 8 অগস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচে জয় ভারতের ৷ 88 রানে ম্যাচ জেতার পাশাপাশি 4-1 এ সিরিজ জিতল ভারত (India Win 5th T20 Match and Series Against West Indies) ৷ রবিবার ফ্লোরিডায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্ট্যান্ড বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ আগেই সিরিজ জিতে যাওয়ায় ভারত এ দিন অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্য কুমার যাদব এবং ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়েছিল ৷ প্রথমে ব্যাট করে 188 রান করে ভারত ৷ জাবাবে ভারতীয় স্পিনারদের সামনে মাত্র 100 রানে অসহায় আত্মসমপর্ণ করেন ক্যারিবিয়ানরা ৷ ম্যাচের সেরা হয়েছেন অক্ষর প্যাটেল এবং সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন আরশদীপ সিং ৷
এদিন ভারতের হয়ে সর্বাধিক রান করেন শ্রেয়স আইয়ার (40 বলে 64 রান) ৷ শ্রেয়স এ দিন ওপেন করতে নেমেছিলেন ৷ অন্যদিকে, 4 ম্যাচ ড্রেসিংরুমে বসে থাকার পর গতকাল প্রথম একাদশে সুযোগ পান ঈশান কিষান ৷ কিন্তু, 13 বলে মাত্র 11 রান করে আউট হয়ে যান তিনি ৷ তবে, শ্রেয়সের সঙ্গে দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ করেন দীপক হুডা ৷ তিনি 38 রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন ৷ পরে অধিনায়ক হার্দিক পান্ডিয়া 16 বলে 28 রানের কার্যকরী ইনিংস খেলেন ৷