পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 12, 2023, 1:03 PM IST

Updated : Jan 12, 2023, 2:07 PM IST

ETV Bharat / sports

IND vs SL 2nd ODI: টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (IND vs SL 2nd ODI) ৷ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সনকা ৷

IND vs SL 2nd ODI
IND vs SL 2nd ODI

কলকাতা, 12 জানুয়ারি: ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতল শ্রীলঙ্কা (Sri Lanka Wins Toss) ৷ টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সনকা (Sri Lanka Captain Dasun Sanaka) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ টস হারলেও হতাশ নন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Indian Captain Rohit Sharma) ৷ তিনি জানিয়েছেন, মাঠের পরিস্থিতি দেখে তিনি প্রথমে ফিল্ডিং করতে চাইছিলেন ৷

চাহালের পরিবর্তে কুলদীপ: বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় দলে একটাই পরিবর্তন করা হয়েছে ৷ চাহালের পরিবর্তে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে ৷ রোহিত জানিয়েছেন, সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন চাহাল ৷ তাই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে এই ম্যাচের জন্য ৷

শ্রীলঙ্কার দলে দু’টি বদল:শ্রীলঙ্কার দলে আবার দু’টি পরিবর্তন করা হয়েছে ৷ অধিনায়ক দাসুন সনকা জানিয়েছেন মধুসঙ্কা ও পাতুম নিশাঙ্কাকে চোটের জন্য এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ পরিবর্তে নেওয়া হয়েছে নুওয়ান্দু ফার্নেন্ডো ও লাহিরু কুমারাকে ৷ লাহিরু দলে প্রত্যাবর্তন করলেন আর ফার্নেন্ডোর অভিষেক হচ্ছে ইডেনে ৷

রোহিতের পয়া মাঠ ইডেন:ভারতের অধিনায়ক রোহিত শর্মার জন্য ইডেন বরাবর পয়া মাঠ ৷ এই মাঠেই তিনি একদিনের কেরিয়ারের সবচেয়ে বেশি রান করেছিলেন ৷ 264 রানের সেই ইনিংস তিনি খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধেই ৷ তাৎপর্যপূর্ণ ভাবে সেটাই ইডেনের রোহিতের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ ছিল ৷ তার পর আবার বৃহস্পতিবার খেলতে নামলেন ৷

বিরাটের সেঞ্চুরির আশায় অনুরাগীরা:তাই রোহিতের খেলা দেখার জন্য মুখিয়ে কলকাতার অনুরাগীরা ৷ পাশাপাশি বিরাট কোহলি (Virat Kohli) কী করেন, সেই দিকেও নজর রয়েছে সকলের ৷ সিরিজের প্রথম ম্যাচে গুয়াহাটিতে সেঞ্চুরি করেছেন বিরাট ৷ পরপর দু’টি একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ৷ সেঞ্চুরির হ্যাটট্রিকের আশায় ইডেনে হাজির হয়েছেন তাঁর অনুরাগীরা ৷

সিরিজ জয়ের অপেক্ষা:এই সিরিজ তিন ম্যাচের ৷ গত মঙ্গলবার গুয়াহাটিতে 67 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে 1-0 তে এগিয়ে গিয়েছে ভারত ৷ ইডেনে দ্বিতীয় ম্যাচে (IND vs SL 2nd ODI) জিতলে সিরিজ পকেটে পুরে ফেলবে রোহিত শর্মার দল ৷ তখন আগামী রবিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে ৷

আরও পড়ুন:প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইডেনে নজর কাড়তে পারেন কারা ?

Last Updated : Jan 12, 2023, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details