পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs SL 1st T20 : হুডার অভিষেক, টস হেরে প্রথমে ব্যাটিং ভারতের - ভারত-শ্রীলঙ্কা টি-20 সিরিজ

লখনউর একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ৷

toss
toss

By

Published : Feb 24, 2022, 6:46 PM IST

Updated : Feb 24, 2022, 7:39 PM IST

লখনউ, 24 ফেব্রুয়ারি : কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার ভারতের লক্ষ্য শ্রীলঙ্কা ৷ প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে আজ প্রথম টি-20তে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা ৷ জয়ের ধারা বজায় রাখতে নেমে অবশ্য টসভাগ্য সঙ্গ দিল না অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ৷ ওডিআই ফরম্যাটের পর আন্তর্জাতিক টি-20তে অভিষেক হল দীপক হুডার ৷ তবে খেলতে পারছেন না রুতুরাজ গায়কোয়াড় ৷ ডান হাতের কবজিতে ব্যথা অনুভব করায় ম্যাচের বাইরে তিনি ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা শেষ ম্যাচ থেকে একাধিক পরিবর্তন হয়েছে ভারতীয় দলে ৷ মোট ছয়টি পরিবর্তন করে লখনউয়ের মাঠে নেমেছে রোহিত শর্মার দল ৷ আন্তর্জাতিক টি-20তে অভিষেক হল স্পিন অলরাউন্ডার দীপক হুডার ৷ এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে দলে অভিষেক হয়েছিল তাঁর ৷ এছাড়া টিমে প্রত্যাবর্তন হয়েছে রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসনের ৷

ওপেনিংয়ে রয়েছেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ ৷ তিন নম্বরে ব্যাট করবেন দুরন্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ার ৷ মিডল অর্ডার সামলানোর দায়িত্ব সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়ারদের ৷ প্রথম একাদশে থেকেও চোটের কারণে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ৷ অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, শেষ মুহূর্তে রুতুরাজের কবজিতে চোট লাগে ৷ তাই আজকের ম্যাচে খেলতে পারছেন না ৷ এর আগে চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব ৷ এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে ৷

আরও পড়ুন : Rohit on Suryakumar Ruled Out : সূর্য ছিটকে যাওয়ায় উদ্বিগ্ন, তবে ডেপুটি বুমরায় আস্থা রাখছেন রোহিত

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ৷

Last Updated : Feb 24, 2022, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details