পার্ল, 19 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর গত কয়েকদিনে তোলপাড় হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট ৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লম্বা চিঠি পোস্ট করে লাল বলের ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি ৷ পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা এখনও অজানা ৷ নানা জল্পনার মাঝে আজ বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মার অনুপস্থিতিতে 'স্ট্যান্ড ইন' অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্বে অভিযান শুরু করল ভারত ৷ বোল্যান্ড পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের হয়ে এদিন ওয়ান ডে অভিষেক হল কলকাতা নাইট রাইডার্সের অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের ৷
আজকের ম্যাচে স্বাভাবিকভাবেই নজরে থাকবেন বিরাট কোহলি ৷ নেতৃত্বভার মাথা থেকে ঝেড়ে ফেলে শুধুমাত্র ব্যাটার কোহলির দাপট দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব ৷ ক্যাপ্টেন বিরাটের সেই আগ্রাসন কি আজ দেখা যাবে ? পাশাপাশি আজ তাঁর ব্যাটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা ৷ বোল্যান্ড পার্কে মাত্র 9 রান করলেই ওয়ান ডে-তে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারে পরিণত হবেন বিরাট ৷
একইসঙ্গে বোল্যান্ড পার্কে আজ লোকেশ রাহুলের নেতৃত্বের পরীক্ষা ৷ টসের মুহূর্তে আবেগী শোনাল স্ট্যান্ড ইন অধিনায়কের গলা ৷ বলেন, "দীর্ঘ সময় ধরে বিরাট আমাদের নেতৃত্ব দিয়ে আসছে ৷ তাই এই সময়টা খুব ইমোশনাল লাগছে ৷" টসে জিতলে তিনিও প্রথমে ব্যাটিং নিতেন ৷ তবে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার লক্ষ্য রাহুলের ৷ তৃতীয় নম্বরে ব্যাট হাতে নামবেন বিরাট ৷