পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SA 1st ODI : ভেঙ্কটেশের অভিষেক, টস জিতে ব্যাটিং বাভুমাদের - ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচ

আজ বোল্যান্ড পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷

IND vs SA 1st ODI
ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ক্রিকেট

By

Published : Jan 19, 2022, 1:45 PM IST

Updated : Jan 19, 2022, 2:09 PM IST

পার্ল, 19 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর গত কয়েকদিনে তোলপাড় হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট ৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লম্বা চিঠি পোস্ট করে লাল বলের ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি ৷ পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা এখনও অজানা ৷ নানা জল্পনার মাঝে আজ বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মার অনুপস্থিতিতে 'স্ট্যান্ড ইন' অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্বে অভিযান শুরু করল ভারত ৷ বোল্যান্ড পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের হয়ে এদিন ওয়ান ডে অভিষেক হল কলকাতা নাইট রাইডার্সের অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের ৷

আজকের ম্যাচে স্বাভাবিকভাবেই নজরে থাকবেন বিরাট কোহলি ৷ নেতৃত্বভার মাথা থেকে ঝেড়ে ফেলে শুধুমাত্র ব্যাটার কোহলির দাপট দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব ৷ ক্যাপ্টেন বিরাটের সেই আগ্রাসন কি আজ দেখা যাবে ? পাশাপাশি আজ তাঁর ব্যাটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা ৷ বোল্যান্ড পার্কে মাত্র 9 রান করলেই ওয়ান ডে-তে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারে পরিণত হবেন বিরাট ৷

একইসঙ্গে বোল্যান্ড পার্কে আজ লোকেশ রাহুলের নেতৃত্বের পরীক্ষা ৷ টসের মুহূর্তে আবেগী শোনাল স্ট্যান্ড ইন অধিনায়কের গলা ৷ বলেন, "দীর্ঘ সময় ধরে বিরাট আমাদের নেতৃত্ব দিয়ে আসছে ৷ তাই এই সময়টা খুব ইমোশনাল লাগছে ৷" টসে জিতলে তিনিও প্রথমে ব্যাটিং নিতেন ৷ তবে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার লক্ষ্য রাহুলের ৷ তৃতীয় নম্বরে ব্যাট হাতে নামবেন বিরাট ৷

আরও পড়ুন : kagiso rabada rested : অতিরিক্ত খেলার চাপ, ভারতের বিরুদ্ধে নেই কাগিসো রাবাদা

ওপেনিংয়ে থাকছেন লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ান ৷ গব্বরের কাছে আজকের ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ ৷ টেস্ট এবং টি-20 ম্যাচে সুযোগ পান না ৷ 50 ওভারের ফরম্যাটই এখন জাতীয় দলে টিকে থাকার একমাত্র অবলম্বন তাঁর ৷ গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার ধাওয়ানের ব্যাট জ্বলে উঠতে দেখা গিয়েছিল ৷ রোহিতের অনুপস্থিতি তাঁর কাছে আরও একবার সুযোগ এনে দিয়েছে ৷ নয়তো প্রথম একাদশে সুযোগ পাওয়াটা মুশকিল হত ৷ অস্তিত্বের লড়াইয়ে এই সিরিজে নির্বাচকদের খুশি না-করতে পারলে ধাওয়ানের কাছে ভারতীয় দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে ৷

ভারতীয় একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ৷

Last Updated : Jan 19, 2022, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details