পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ Mumbai Test : ওয়াংখেড়েতে টসে জিতে ব্যাটিং ভারতের, একাদশে সিরাজ-জয়ন্ত - Daryl Mitchell replaced Kane Williamson in New Zealand XI

রাহানের পরিবর্তে একাদশে ঢুকলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ ইশান্ত এবং জাদেজার পরিবর্তে সুযোগ পেলেন মহম্মদ সিরাজ এবং জয়ন্ত (Mohammed Siraj and Jayant Jadav replaced Ishant Sharma and Ravindra Jadeja) ৷ কানপুরে যার স্পিনের ভেলকিতে পঞ্চমদিন জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল দল, সেই জাদেজার দলে না থাকা নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে ৷

IND vs NZ Mumbai Test
ওয়াংখেড়েয় টস জিতে ব্যাটিং ভারতের, একাদশে সিরাজ-জয়ন্ত

By

Published : Dec 3, 2021, 11:52 AM IST

Updated : Dec 3, 2021, 1:55 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর : স্বল্প বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টস জিতলেন বিরাট কোহলি ৷ মুম্বইয়ে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক (India wins the toss and elects to bat first at Wankhede) ৷ একাদশে তিনটি পরিবর্তন নিয়ে সিরিজর নির্ণায়ক টেস্টে মাঠে নামল ভারতীয় (India made three changes in their first XI) ৷ চোটের কারণে দ্বিতীয় টেস্টে নেই ইশান্ত শর্মা, অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাদেজা ৷

রাহানের পরিবর্তে একাদশে ঢুকলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ ইশান্ত এবং জাদেজার পরিবর্তে সুযোগ পেলেন মহম্মদ সিরাজ এবং জয়ন্ত (Mohammed Siraj and Jayant Jadav replaced Ishant Sharma and Ravindra Jadeja) ৷ কানপুরে যার স্পিনের ভেলকিতে পঞ্চমদিন জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল দল, সেই জাদেজার দলে না থাকা নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে ৷ কানপুর টেস্টে ডানহাতে চোট পাওয়ার পর স্ক্যান হয় তাঁর ৷ চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে পাঠানো হয়েছে তাঁকে ৷ রাহানের চোট হ্যামস্ট্রিংয়ে আর ইশান্ত দ্বিতীয় টেস্টে নেই আঙুলের চোটের কারণে ৷ দ্বিতীয় টেস্টে চোটের কারণে বড়সড় ধাক্কা খেল কিউয়ি শিবিরও ৷

কানপুর টেস্টের পর বাঁ-হাতের কনুইয়ের যন্ত্রণা বাড়ায় মুম্বইয়ে খেলছেন না কেন উইলিয়ামসন ৷ পরিবর্তে একাদশে এলেন ডারিল মিচেল (Daryl Mitchell replaced Kane Williamson in New Zealand XI) ৷ টানা দু'দিন বৃষ্টির পর মুম্বইয়ে রোদের দেখা মিলেছে শুক্রের সকালে ৷ এমন আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ের সুযোগ হাতছাড়া করলেন না বিরাট ৷ বিশেষ ঘাস না থাকায় পিচ ব্যাটিংয়ের আদর্শ বলে জানালেন ভারত অধিনায়ক ৷ উইলিয়ামসনের পরিবর্তে স্ট্যান্ড-ইন কিউয়ি দলনায়ক টম ল্যাথামও জানালেন টস জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন তিনি ৷ তবে গত দু'দিন ঢাকা থাকায় পিচের স্যাঁতসেঁতে ভাবের ফায়দা তুলতে তারা সচেষ্ট হবেন বলে জানালেন ল্যাথাম ৷

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : ভেস্তে গেল মর্নিং সেশন, ওয়াংখেড়ে টেস্টে নেই রাহানে-উইলিয়ামসন

আশঙ্কায় সিলমোহর দিয়ে দ্বিতীয় টেস্টের প্রথমদিনের প্রথম সেশন ভেস্তে যায় শুক্রবার সকালে ৷ বৃষ্টি না হলেও বিগত দু'দিনের বৃষ্টির জেরে ভিজে ছিল ওয়াংখেড়ের আউটফিল্ড ৷ যার জেরে টসটাই সম্ভব হয়নি প্রথমদিন মর্নিং সেশনে (Toss was delayed due to wet outfield at wankhede) ৷ দফায়-দফায় আউটফিল্ড পরীক্ষা করে প্রথম সেশনের খেলা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন ম্যাচ অফিসিয়ালরা ৷

Last Updated : Dec 3, 2021, 1:55 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details