নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর : হেরে যাওয়ার মানসিকতা নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির দলের সিদ্ধান্ত ইচ্ছামৃত্যুর সমান ! ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ওভাল টেস্টের প্রথম একাদশে না রাখায় ঠিক এমনই ভাষায় কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ ওভালের স্পিন সহায়ক উইকেটেও অশ্বিনকে ছাড়াই প্রথম একাদশ বেছে নেওয়ায় বিস্ময়ভাব লুকোতে পারেননি শশী ৷
ওভাল টেস্টেও ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৷ লিডসে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম একাদশে অশ্বিনের প্রবেশ প্রায় ধরেই নিয়েছিল ভারতীয় অনুরাগীরা ৷ কিন্তু বাস্তবে তেমনটা হল না ৷ চোটগ্রস্ত ইশান্ত শর্মা এবং মহম্মদ শামির পরিবর্তে জায়গা পেলেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর ৷ অথচ জায়গা হল না অশ্বিনের ৷ ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা ৷ রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ ক্ষুব্ধ ক্রিকেট অনুরাগীরাও ৷ সেই তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷