পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs Eng : হারতে নেমেছে ভারতীয় দল ? অশ্বিনের হয়ে ময়দানে শশী - Oval test

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের চতুর্থ টেস্টেও নেই রবিচন্দ্রন অশ্বিন ৷ লিডসে শোচনীয় হারের পরও ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রিকেট অনুরাগীরা ৷ তার মধ্যেই রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷

Ind vs Eng
Ind vs Eng

By

Published : Sep 2, 2021, 7:49 PM IST

Updated : Sep 2, 2021, 10:53 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর : হেরে যাওয়ার মানসিকতা নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির দলের সিদ্ধান্ত ইচ্ছামৃত্যুর সমান ! ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ওভাল টেস্টের প্রথম একাদশে না রাখায় ঠিক এমনই ভাষায় কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ ওভালের স্পিন সহায়ক উইকেটেও অশ্বিনকে ছাড়াই প্রথম একাদশ বেছে নেওয়ায় বিস্ময়ভাব লুকোতে পারেননি শশী ৷

ওভাল টেস্টেও ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৷ লিডসে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম একাদশে অশ্বিনের প্রবেশ প্রায় ধরেই নিয়েছিল ভারতীয় অনুরাগীরা ৷ কিন্তু বাস্তবে তেমনটা হল না ৷ চোটগ্রস্ত ইশান্ত শর্মা এবং মহম্মদ শামির পরিবর্তে জায়গা পেলেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর ৷ অথচ জায়গা হল না অশ্বিনের ৷ ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা ৷ রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ ক্ষুব্ধ ক্রিকেট অনুরাগীরাও ৷ সেই তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷

বৃহস্পতিবার খেলা শুরুর আগে ভারতীয় দলের প্রথম একাদশ ঘোষিত হতেই টুইট করে এর কড়া সমালোচনা করেন শশী ৷ তিনি লেখেন, "ইংল্যান্ডের সবচেয়ে স্পিন সহায়ক মাঠে অশ্বিনকে ছাড়াই ভারতীয় দল খেলতে নেমেছে দেখে বিশ্বাসই হচ্ছে না ৷ এই দল আমাকে অবাক করেছে ৷ আপনারা দলের সেরা পাঁচ বোলারকে বেছে নিয়েছেন ৷ অথচ সেই তালিকায় প্রথম অথবা দ্বিতীয় স্থানে অশ্বিনের নাম থাকা উচিত ৷ অশ্বিন এবং মহম্মদ শামিকে ওভাল টেস্টে দলে না রাখা ইচ্ছামৃত্যুর সামিল ৷ মনে হচ্ছে হারতে নেমেছে ৷"

আরও পড়ুন : India vs England: বিরাটের উইকেটের পর বাড়তি সেলিব্রেশন, কারণ জানালেন অ্যান্ডারসন

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও এর সমালোচনা করেছেন ৷ তিনি লেখেন, "ইংল্যান্ডে চারটি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে না বেছে নেওয়াটা সবচেয়ে বড় ভুল ৷ টেস্টে যাঁর 413টি উইকেটে রয়েছে ৷ পাঁচটি টেস্টে যিনি শতরান হাঁকিয়েছেন ৷ এটা পাগলামি ছাড়া আর কিছুই নয় ৷"

Last Updated : Sep 2, 2021, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details