ম্যাঞ্চেস্টার, 10 সেপ্টেম্বর : জৈব সুরক্ষা বলয় ভেদ করে ভারতীয় ক্রিকেট দলের অন্দরে ঢুকে পড়ছে করোনা ৷ কোচ রবি শাস্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এরপর বৃহস্পতিবার আরও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন ৷ ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়া নিয়ে সংশয় ছিল ৷ সংশয়ে ছিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অবশেষে স্বস্তি দিল কোহলি ব্রিগেডের কোভিড নেগেটিভ রিপোর্ট ৷ ভারতীয় দলের সব ক্রিকেটারই করোনা নেগেটিভ ৷ ফলে সূচি অনুযায়ী শুক্রবার অর্থাৎ আজ ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট শুরু হতে কোনও বাধা রইল না ৷
আজ থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ৷ পাঁচ ম্যাচের টেস্টে কোহলি ব্রিগেড এগিয়ে রয়েছে 2-1 ব্যবধানে ৷ ওভালে চতুর্থ টেস্টে দুরন্ত জয়ের পর ম্যাঞ্চেস্টারেও জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন বিরাট কোহলিরা ৷ কিন্তু সেই লক্ষ্যে ঝটকা লাগে বৃহস্পতিবার ৷ করোনায় আক্রান্ত হন দলের যোগেশ পারমার ৷ ওভাল টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর ৷ তবে ক্রিকেটাররা করোনা নেগেটিভ হওয়ায় টেস্ট খেলা আটকায়নি ৷ কিন্তু ম্যাঞ্চেস্টার টেস্টের একদিন আগে ভারতীয় দলের আরও এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট যথাসময়ে শুরু হওয়া নিয়ে ঘোর সংশয় দেখা দেয় ৷