লিডস, 28 অগস্ট : চতুর্থ দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ইনিংস ৷ গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা তার ছিঁটেফোঁটাও দেখা গেল না চতুর্থ দিনে ৷ ম্যাচ বাঁচানোর চেষ্টায় নেমেছিলেন পূজারা, কোহলিরা ৷ আগের দিনের অপরাজিত থাকা ভারতীয় দলের এই দুই স্তম্ভ ফিরতেই সব প্রতিরোধ ভেঙেচুরে যায় ৷ অলি রবিনসন, ক্রেগ ওভার্টনদের বোলিংয়ে ছারখার হয়ে গেল ভারতীয় ব্যাটিং বিভাগ ৷ 278 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ লর্ডসের গৌরবের পর লিডসে ইনিংসে হারের লজ্জা পেল ভারতীয় দল ৷ 1 ইনিংস ও 76 রানে লিডসে তৃতীয় টেস্ট হারল ভারত ৷ এই জয়ে সিরিজ়ে 1-1 সমতা ফেরাল জো রুটের দল ৷
139 রানে পিছিয়ে থাকা অবস্থায় চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত ৷ কিন্তু প্রথমেই ভারতীয় শিবিরে ধাক্কা দেন অলি রবিনসন ৷ 83.3 ওভারে রবিনসনের বল পূজারার প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের আবেদন করে ইংল্যান্ড ৷ আম্পায়ার আবেদন খারিজ করে দিলে ইংল্যান্ড রিভিউ নেয় ৷ সেই রিভিউ জো রুটদের পক্ষেই যায় ৷ এর ফলে 189 বলে 91 রান করে ফিরে যান পূজারা ৷