মেলবোর্ন, 26 সেপ্টেম্বর : নন্দনকাননে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার গর্বকে চূর্ণ করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত ৷ ইডেনের মাঠে টেস্ট ফরম্যাটে অপ্রতিরোধ্য অজিদের পরাজয় ভারতের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় ৷ ফের একবার ভারতের হাতে চূর্ণ হল অস্ট্রেলিয়া ৷ তবে ছেলেরা নয়, এবার করে দেখালেন মেয়েরা ৷ টেস্ট নয়, ওয়ান ডে ফরম্যাটে ৷ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের টানা 26টি ম্যাচে অপরাজিত থাকা রেকর্ড ভাঙল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ আজ তৃতীয় ওয়ান ডে-তে রান তাড়া করে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারিয়ে দেয় মিতালিরা ৷ এরই সঙ্গে 50 ওভারের ফরম্যাটে 4 বছর পর অজিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল মেয়েরা ৷
টানা 26 ম্যাচ অপরাজিত অবস্থায় আজ ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ৷ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে অজি ব্যাটাররা ৷ তবে ভারতীয় পেসারদের সামলে স্কোরবোর্ডে 264 রান তুলতে সক্ষম হয় অজিরা ৷ 10 ওভারে 37 রান দিয়ে 3টি উইকেট নেন ঝুলন ৷ পূজার ঝুলিতেও আসে তিনটি উইকেট ৷