পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ravichandran Ashwin Hails UAE: টেস্ট না-খেলা একমাত্র দেশ হিসেবে কিউয়িদের হারাল আমিরশাহী, ভূয়সী প্রশংসা অশ্বিনের - সংযুক্ত আরব আমিরশাহী বনাম নিউজিল্যান্ড

Ravichandran Ashwin on UAE Win Over New Zealand: তিনম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একপেশে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ৷ সেই জয়ের পর মধ্যপ্রাচ্যের দেশটিকে প্রশংসায় ভরিয়ে দিলেন অশ্বিন ৷

Ravichandran Ashwin Hails UAE ETV BHARAT
Ravichandran Ashwin Hails UAE

By

Published : Aug 20, 2023, 10:41 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: সংযুক্ত আরব আমিরশাহীর প্রশংসা ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৷ শনিবার রাতে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ ৷ নন-টেস্ট প্লেয়িং দেশ হিসেবে প্রথমবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এই জয়ের প্রশংসা করে অশ্বিন জানান, টেস্ট না-খেলা দেশ হিসেবে এই সাফল্য আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অবদান ৷ আর এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য বলে উল্লেখ করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আজ এ নিয়ে সোশাল মিডিয়ায় অশ্বিন লেখেন, ‘‘নিউজিল্যান্ডকে সংযুক্ত আরব আমিরশাহীর হারানোটা অনেক বড় সাফল্য ৷ ওরা এটাও দেখিয়ে দিল যে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য ঠিক কতটা ৷ এই জয় দেশগুলির ভবিষ্যৎ প্রজন্মকে আশা দেখাবে ৷ বিশেষত, এমন নন-টেস্ট প্লেয়িং দেশের ক্ষেত্রে ৷ এটা ক্রিকেটের জন্য ভালো খবর ৷’’ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 19 রানে হেরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের দিনই দুরন্ত প্রত্যাবর্তন ৷ দ্বিতীয় টি-20 ম্যাচে মাত্র 15.4 ওভারে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় 144 রান তুলে নেয় মধ্যপ্রাচ্যের এই দেশ ৷

এই প্রসঙ্গে আফগান তারকা রাশিদ খানের উদারহণ টানেন অশ্বিন ৷ তিনি লেখেন, ‘‘যখন রাশিদ প্রথম আইপিএল খেলতে এসেছিল, তখন আফগানিস্তান বিশ্বকাপে দল হিসেবে তেমন ভয়ঙ্কর ছিল না ৷ কিন্তু এখন কোনও দেশই আফগানিস্তানকে হালকাভাবে নিতে পারে না ৷ ভবিষ্যতে আরও অনেক দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে দেখব, এমনটাই আশা করি ৷ আর তাঁরা বড় মঞ্চে নিজেদের দেশের হয়েও প্রতিনিধিত্ব করবেন, তেমনটাই বিশ্বাস আমার ৷’’

আরও পড়ুন:প্রকাশ্যে বিশ্বকাপের দুই ম্যাসকট, নামকরণের সুযোগ পাবেন আপনিও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে আয়ান ফায়জল খান 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ৷ এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে একমাত্র সফল মার্ক চ্যাপম্যান 63 রান করেন ৷ আর সংযুক্ত আর আমিরশাহীর হয়ে ব্যাট করতে নেমে ওপেনার মহম্মদ ওয়াসিম 29 বলে 55 রান করেন ৷ অন্যদিকে, 29 বলে 48 রানে অপরাজিত থাকেন চার নম্বরে ব্যাট করতে নামা আসিফ খান ৷

ABOUT THE AUTHOR

...view details