নয়াদিল্লি, 20 অগস্ট: সংযুক্ত আরব আমিরশাহীর প্রশংসা ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৷ শনিবার রাতে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ ৷ নন-টেস্ট প্লেয়িং দেশ হিসেবে প্রথমবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এই জয়ের প্রশংসা করে অশ্বিন জানান, টেস্ট না-খেলা দেশ হিসেবে এই সাফল্য আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অবদান ৷ আর এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য বলে উল্লেখ করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷
আজ এ নিয়ে সোশাল মিডিয়ায় অশ্বিন লেখেন, ‘‘নিউজিল্যান্ডকে সংযুক্ত আরব আমিরশাহীর হারানোটা অনেক বড় সাফল্য ৷ ওরা এটাও দেখিয়ে দিল যে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য ঠিক কতটা ৷ এই জয় দেশগুলির ভবিষ্যৎ প্রজন্মকে আশা দেখাবে ৷ বিশেষত, এমন নন-টেস্ট প্লেয়িং দেশের ক্ষেত্রে ৷ এটা ক্রিকেটের জন্য ভালো খবর ৷’’ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 19 রানে হেরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের দিনই দুরন্ত প্রত্যাবর্তন ৷ দ্বিতীয় টি-20 ম্যাচে মাত্র 15.4 ওভারে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় 144 রান তুলে নেয় মধ্যপ্রাচ্যের এই দেশ ৷