রাজকোট, 26 সেপ্টেম্বর: অক্ষর প্যাটেল যে তৃতীয় ওয়ান-ডে ম্যাচে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত ৷ তিনি এখনও বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷ তাই বিশ্বকাপের চূড়ান্ত দল কী হবে ? তা এখনও স্পষ্ট নয় ৷ বরং, অক্ষর প্যাটেলের জন্য অপেক্ষা করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তৃতীয় ওয়ান-ডে’র আগে সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিলেন রোহিত শর্মা ৷ তবে, অক্ষর ফিট না-হলে একমাত্র বিকল্প যে রবিচন্দ্রন অশ্বিন, তা নিশ্চিত করলেন ভারত অধিনায়ক ৷
27 সেপ্টেম্বরের মধ্যে আইসিসি’র কাছে চূড়ান্ত 15 জনের দল জমা করতে হবে ৷ অর্থাৎ, বুধবারই শেষদিন ৷ কিন্তু চূড়ান্ত দলে অক্ষর প্যাটেল থাকার মতো পরিস্থিতিতে রয়েছেন কি না, তা এখনও জানা যায়নি ৷ এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান-ডে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা ৷ কিন্তু অক্ষর প্যাটেল দলের সঙ্গে যোগ দেননি ৷ এমনকী তাঁর পরিবর্ত হিসেবেও কাউকে দলে নেওয়া হয়নি ৷ উল্লেখ্য, বুধবারের ম্যাচে মহম্মদ শামি, শার্দূল ঠাকুর এবং শুভমন গিলকে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিচ্ছে ৷