পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিরাপত্তা ব্যবস্থা থেকে জয়ী দলের পুরস্কার মূল্য, জেনে নিন বিশ্বকাপ ফাইনালের খুঁটিনাটি

World Cup 2023 Diary: ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তেতে উঠেছে গোটা দেশ ৷ আসুন জেনে নেওয়া যাক, জয়ী দলের পুরস্কার মূল্য থেকে নিরাপত্তা সংক্রান্ত কিছু খুঁটিনাটি তথ্য ৷

Cricket World Cup 2023 Prize Money
জেনে নিন বিশ্বকাপ ফাইনালের খুঁটিনাটি

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 7:28 PM IST

Updated : Nov 18, 2023, 7:33 PM IST

আমেদাবাদ, 18 নভেম্বর:ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ ৷ রবিবাসরীয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ দু'দশক পর আবার ফাইনালে দেখা হতে চলেছে ক্রিকেট গ্রহের এই দুই জায়ান্টের ৷ জোহনাসবার্গের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া ৷ সালটা ছিল 2003 ৷ ঘরের মাঠে বদলা নিতে পারবেন কি রোহিত শর্মারা? উত্তরের অপেক্ষায় সমগ্র ভারতবর্ষ ৷ এদিকে ফাইনালের বল গড়ানোর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আমেদাবাদকে ৷ আসুন জেনে নেওয়া যাক, বিশ্বকাপ ফাইনাল সংক্রান্ত কিছু তথ্য ৷

দুই দলের পুরস্কার মূল্য:

2023 সালের বিশ্বকাপ জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে 4 মিলিয়ন মার্কিন ডলার ৷ আইসিসি'র এই পুরস্কার মূল্য ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়াবে 33.20 কোটি ৷ অন্যদিকে রানার্স আপ দলের জন্য 2 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার তুলে দিতে চলেছে আইসিসি ৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় তারা পাবে 16.60 কোটি ৷ সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল অর্থাৎ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা প্রত্যেকেই পাবে 8 লক্ষ মার্কিন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য 6.64 কোটি টাকা ৷ এছাড়া বাদ পড়া বাকি 6টি দলের প্রত্যেককে এক লক্ষ মার্কিন ডলার করে পুরস্কার তুলে দেওয়া হবে ৷

ফাইনালের আগে নিরাপত্তার ব্যবস্থা:

রবিবারের ফাইনালের আগে ইতিমধ্য়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমেদাবাদে ৷ শনিবার থেকেই স্টেডিয়ামের সামনে দেখা গেল নিরপত্তারক্ষীদের ৷ রয়েছে বিশেষ ডগ স্কোর্য়াডের ব্যবস্থাও ৷ শনিবার বিকেল থেকেই মোতায়ন করা হল নিরাপত্তারক্ষীদের ৷ আগামিকাল মাঠে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসও ৷ এছাড়া হাজির থাকার কথা রয়েছে বিভিন্ন দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়কদের ৷ অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনি, কপিল দেবদের দেখা যাবে মাঠে ৷ এছাড়া সিনে দুনিয়ার বহু মানুষও উপস্থিত থাকবেন ফাইনালে ৷ আর তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে নারাজ প্রশাসন ৷

আমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক জানিয়েছেন, বিশ্বকাপের এই ম্যাচ এবং প্রধানমন্ত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে প্রায় 6000 পুলিশ মোতায়ন করা হবে ৷ যার মধ্যে 2000 পুলিশ কর্মী থাকবেন স্টেডিয়ামের বাইরে ৷ জলকামান ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামের ব্যবস্থাও করা হয়েছে ৷

Last Updated : Nov 18, 2023, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details