আমেদাবাদ, 18 নভেম্বর:ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ ৷ রবিবাসরীয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ দু'দশক পর আবার ফাইনালে দেখা হতে চলেছে ক্রিকেট গ্রহের এই দুই জায়ান্টের ৷ জোহনাসবার্গের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া ৷ সালটা ছিল 2003 ৷ ঘরের মাঠে বদলা নিতে পারবেন কি রোহিত শর্মারা? উত্তরের অপেক্ষায় সমগ্র ভারতবর্ষ ৷ এদিকে ফাইনালের বল গড়ানোর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আমেদাবাদকে ৷ আসুন জেনে নেওয়া যাক, বিশ্বকাপ ফাইনাল সংক্রান্ত কিছু তথ্য ৷
দুই দলের পুরস্কার মূল্য:
2023 সালের বিশ্বকাপ জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে 4 মিলিয়ন মার্কিন ডলার ৷ আইসিসি'র এই পুরস্কার মূল্য ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়াবে 33.20 কোটি ৷ অন্যদিকে রানার্স আপ দলের জন্য 2 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার তুলে দিতে চলেছে আইসিসি ৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় তারা পাবে 16.60 কোটি ৷ সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল অর্থাৎ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা প্রত্যেকেই পাবে 8 লক্ষ মার্কিন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য 6.64 কোটি টাকা ৷ এছাড়া বাদ পড়া বাকি 6টি দলের প্রত্যেককে এক লক্ষ মার্কিন ডলার করে পুরস্কার তুলে দেওয়া হবে ৷