হায়দরাবাদ, 17 নভেম্বর: টেস্ট অভিষেকের প্রথম দিন থেকে রাহুল দ্রাবিড় সবসময় লাইম লাইটের পেছনে । 2003 সালে অধিনায়কের অনুরোধে উইকেটরক্ষক হয়েছেন । ব্যাট হাতে তিনি সবসময় মধুসূদন দাদা । বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাবে পিছিয়ে যাননি । চ্যালেঞ্জ নিয়েছেন । নিজস্ব ক্রিকেটীয় দর্শন রোহিত-কোহলিদের মধ্যে প্রবেশ করিয়েছেন । তাই নিখুঁত অর্কেষ্ট্রার মত বাজছে টিম ইন্ডিয়া । মহারণের আগে 'দ্য ওয়াল'কে ভূয়সী প্রশংসায় ভরালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । মহারাজের কথায়, “এটাই দ্রাবিড়। সবকিছু নিখুঁত ভাবে করতে চায় ।”
সালটা ছিল 2018 ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ছোটদের দলের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড় ৷ তাঁর হাত ধরে তখন তৈরি হচ্ছেন শুভমন গিল, ঈশান পোড়েলের মতো ক্রিকেটাররা ৷ বিশ্বকাপ সফরে অজেয় থেকে ট্রফি হাতে তুলেছিল পৃথ্বী শয়ের দল ৷ নিউজিল্যান্ডে এই বিশ্বকাপের স্কোরকার্ডে চোখ রাখলেই ছবিটা পরিষ্কার হবে । বিশাল বিশাল ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল অনুর্ধ্ব-19 দল । সেবার অস্ট্রেলিয়াকে 100 রানে, পাপুয়া নিউগিনিকে 10 উইকেটে, জিম্বাবোয়েকে 10 উইকেটে, বাংলাদেশকে 131 রানে হারায় ভারত ৷ সেমিফাইনালে তো পাকিস্তানকে দাঁড়াতেই দেননি গিলরা ৷ পাকিস্তানকে তাঁরা হারান 230 রানে ৷ আর তারপর ফাইনালে অস্ট্রেলিয়া 8 উইকেটে ধরাশায়ী ।
সেদিন রাহুল দ্রাবিড়ের হাতে তৈরি ভারতীয় দল আগামীর বার্তা শুনিয়েছিল জয়ের খিদে এবং ধরনে । সেই দলের গিল এখন খেলছেন সিনিয়র দলে ৷ আবার প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া ৷ “অক্রিকেটীয় শট না খেলা, অদম্য জয়ের ইচ্ছে আর স্বচ্ছ সাবলীল খেলা”, এই তিন মন্ত্রে সেদিন এসেছিল সাফল্য ৷ এরপর ভারতীয় শিবিরেও শুরু হয় দ্রাবিড়ীয় সভ্যতা ৷ কানের পাশে চুলে একটু পাক ধরেছে ৷ বয়সটা পৌঁছে গিয়েছে হাফ-সেঞ্চুরির কাছাকাছি ৷ এই রাহুল একদিন দলের জন্য হাতে তুলেছিলেন কিপিং গ্লাভস ৷ তেমনই এবার তুলে নেন হেডস্যরের দায়িত্ব ৷ প্রশাসকের চেয়ারে বসে সেদিন সেই কাজটা করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । ভারতীয় ক্রিকেটকে ফের সাফল্যের আলোয় নিয়ে আসতে কোচের চেয়ারে বসিয়ে ছিলেন দ্রাবিড়কে । কোহলিকে নেতার পদ থেকে সরিয়ে রোহিত শর্মার হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন । সৌরভের সেই দুই পদক্ষেপের ফসল আজ পাচ্ছে ভারত ৷
চলতি বিশ্বকাপেও ভারতের কৌশলের পিছনে রয়েছে দ্রাবিড়ীয় নীতি, বুঝে নিতে কোনও অসুবিধা হয় না ৷ শুরু থেকে তুবড়ি জ্বালাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা । কার্যত তাঁর ভূমিকা যেন এক সুইসাইড বম্বারের মতো ৷ যিনি একের পর সেঞ্চুরি হাফ-সেঞ্চুরি মাঠে ছেড়ে আসছেন ঠিকই তবে তার আগেই ব্যাটিং তুফানে প্রতিপক্ষ নাস্তানাবুদ ৷ সঙ্গতে শুভমান গিল । ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির নতুন গিরিশৃঙ্গের নাম বিরাট কোহলি । সচিন তেন্ডুলকরের মাইলস্টোন টপকে নতুন নজির ইতিমধ্যেই গড়েছেন তিনি । শ্রেয়স আইয়ারের ব্যাটেও রানের ফোয়ারা । উইকেটের পিছনে গ্লাভস হাতে আর সামনে ব্যাট হাতে কেএল রাহুল যেন ভরসার নতুন সংজ্ঞা । অবিশ্বাস্য ক্যাচ নিচ্ছেন, নির্ভুল ডিআরএস নিতে সাহায্য করছেন ৷ ঠিক যেন রোহিত শর্মার 'তৃতীয় নয়ন ।'