পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: মিস করলেই হাতছাড়া সুযোগ! জানুন কখন, কোথায় পাবেন বিশ্বকাপের সেমি ও ফাইনালের টিকিট - ICC World Cup

ফের একবার দর্শকরা টিকিট কাটার সুযোগ পাবেন। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কখন, কোথায় পাওয়া যাবে তা জানিয়ে দিল বিসিসিআই ৷ বৃহস্পতিবার সকালে বিসিসিআইয়ের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে একথা ৷

সৌঃ বিসিসিআই এক্স (টুইট)
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 11:15 AM IST

Updated : Nov 9, 2023, 2:37 PM IST

মুম্বই, 9 নভেম্বর:দেখতে দেখতে প্রায় শেষ পর্বে চলে এসেছে প্রতিযোগিতা। গ্রুপ পর্বে আর প্রায় প্রত্যেক দলেরই একটি করে ম্যাচ হাতে রয়েছে। এবারের বিশ্বকাপের টিকিট নিয়ে হাহাকার দেখা দিয়েছে গোটা দেশে। বিশেষ করে ভারতের ম্যাচের টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। সব স্টেডিয়ামই রোহিতদের ম্যাচে কানায় কানায় ভরতি ছিল। এবারের বিশ্বকাপের সব টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আর আজ, বৃহস্পতিবার ফের একবার দর্শকদের টিকিট কাটার সুযোগ করে দেওয়া হল ৷ বিসিসিআইয়ের তরফে আজ সোশাল মিডিয়ায় এ কথা জানানো হয়েছে ৷ জেনে নিন কখন, কোথায় এবং কবে থেকে ফাইনাল এবং দুই সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে...

বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, "আইসিসি পুরুষদের ওয়ান-ডে বিশ্বকাপ 2023 শেষ পর্যায়ে পৌঁছেছে ৷ সেমিফাইনাল ও ফাইনালের টিকিট দর্শকদের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বৃহস্পতিবার টিকিটের একটি চূড়ান্ত ব্যাচ প্রকাশ করবে ৷ অর্থাৎ এই বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে আজ অর্থাৎ 9 নভেম্বর দুই সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট কাটতে পারবেন দর্শকরা।

  • কোথায় হবে সেমিফাইনাল এবং ফাইনাল?বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 15 নভেম্বর হবে। দ্বিতীয় সেমিফাইনালটি 16 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। আর মেগা ম্যাচ তথা ফাইনালটি হবে 19 নভেম্বর মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
  • এবার জেনে নিন কীভাবে এই টিকিট কাটবেন-দুই সেমিফাইনাল এবং ফাইনালের টিকিটও মিলবে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ অফলাইন টিকিটের কোনও ব্যবস্থা তারা রাখেনি। আজ অর্থাৎ 9 নভেম্বর রাত 8টা থেকে মিলবে এই টিকিট। 'বুক মাই শো'র অ্যাপ থেকে এই টিকিট মিলবে। এছাড়াও এখানে ক্লিক করলে আপনি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট কাটতে পারবেন।

এদিকে, গ্রুপ পর্বে আর প্রায় প্রত্যেক দলেরই একটি করে ম্যাচ হাতে রয়েছে। ইতিমধ্য়েই ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। বাকি রয়েছে একটি জায়গা। একটি মাত্র টিকিট পাওয়ার জন্য লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। শেষ হাসি কে হাসে সেটাই দেখার এখন।

Last Updated : Nov 9, 2023, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details