পুনে, 19 অক্টোবর:পুনেতে 7 উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জেরে বিশ্বকাপে চতুর্থ জয় তুলে নিয়েছে 'মেন ইন ব্লু' ৷ বিরাট কোহলির শতরান এবং শুভমন গিলের অর্ধশতরানের হাত ধরে 8.3 ওভার বাকি থাকতেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত শর্মার দল ৷ ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে এই জয় নিয়ে মুখ খুললেন 'হিটম্যান' ৷ একাধিক রেকর্ড গড়া কোহলি ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশ করেন ৷
রোহিত বলেন, "আমাদের জন্য় এটা একটা দারুণ জয় ৷ আমরা শুরুটা ভালো করিনি ৷ তবে মাঝ পর্ব এবং শেষ পর্বে আবার সকলে মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ৷ এই কয়েকটা ম্যাচে আমাদের ফিল্ডিং সত্যি দারুণ ছিল ৷" রবীন্দ্র জাদেজাকে নিয়ে তিনি বলেন, "বোলাররা অনুমান করে নিয়েছিল কোন লেন্থে বল করতে হবে ৷ ওরা ঠিক সেটাই করেছে ৷ জাডডু তো বল হাতে দুরন্ত হয়ে উঠেছিল ৷ তারপর ওই ক্যাচটাও দারুণ ছিল ৷ কিন্তু যাই বলুন এই ম্য়াচে কোনও কিছুকেই শতরানের থেকে এগিয়ে রাখা যায় না ৷ আমরা দলগতভাবে দারুণ ভাল ফল করছি ৷"
হার্দিকের চোট খুব গুরুত্বপূর্ণ নয় বলেই জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "ও কিছুটা ব্যথা পেয়েছে তবে তেমন গুরুতর কিছু নয় ৷ শুক্রবার সকালে বোঝা যাবে চোটটা কেমন ৷ তখন সেই মতো এগোনোর পরিকল্পনা করা যাবে ৷" তিনি এও জানান, খেলোয়াড়রা সকলেই চাপে আছেন কারণ কেউই দেশ ব্যাপী অনুরাগীদের হতাশ করতে চান না ৷