আমেদাবাদ, 19 নভেম্বর:চলতি বিশ্বকাপের 'অর্জুন' হিসাবে যদি কোনও খেলোয়াড়কে বেছে নিতে হয় তবে নামটা অবশ্য়ই বিরাট কোহলি । কুরুক্ষেত্রের মহাযুদ্ধে গুরু দ্রোণের এই শিষ্য তাঁকে গর্বিত করেছিলেন বারবার । আর 2023 'বাইশ গজের বিশ্বযুদ্ধে' তাঁর আইডলকে ছাপিয়ে গিয়েছেন 'রানমেশিন' বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড চলতি বিশ্বকাপের আসরে ভেঙে দিয়েছেন তিনি । বিশেষত, সেমিফাইনালের 'বিরাট' মঞ্চেও নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন ভারতের 'চেজ মাস্টার'। 'মাস্টার-ব্লাস্টারে'র ওডিআই ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছেন তিনি ।
হাফসেঞ্চুরির পর ফিরলেন বিরাট সেমিতে কিউয়িদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র 113 বলে 117 রানের মহাকাব্যিক ইনিংস । ফাইনালেও তাঁর ব্যাটে অনেকখানি নির্ভরশীল ছিল ভারতীয় দল। আমেদাবাদে তিনি নামেন সচিনের স্বাক্ষর করা জার্সি পরে । যদিও শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে দলকে রানের শিখরে পৌঁছে দিতে এদিন ব্যর্থ তিনি । তবে তাঁর ব্যাট থেকে এসেছে 54 রানের গুরুত্বপূর্ণ ইনিংস । 63 বলে 4টি চার দিয়ে সাজানো এই ইনিংস উপহার দেন তিনি ।
এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এর আগে ছিল সচিনের নামেই। ইতিমধ্য়েই সেই রেকর্ডও চলতি বিশ্বকাপেই ভেঙেছেন কোহলি । 2003 সালের বিশ্বকাপে 11 ম্যাচ খেলে 673 রান করেছিলেন লিটল মাস্টার। আর কোহলি তাঁর বিশ্বকাপের বিরাট সফর শেষ করলেন 765 রানে । দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । রোহিতের সংগ্রহ 597 রান।
কোহলির জন্য় ঘরের মাঠে এই বিশ্বকাপ যে স্বপ্নের বিশ্বকাপ ছিল তা বলাই বাহুল্য। 11 ম্যাচের মধ্য়ে মাত্র দু'টি ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি । সংগ্রহে রয়েছে 3 টি শতরান এবং 6টি অর্ধশতরান। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন তিনি । তবে অজি অধিনায়ক প্যাট কামিন্সের হঠাৎ লাফানো বল সামলাতে পারেননি কোহলি । ব্যাটের কানায় লেগে উইকেট ছিটকে দেয় বল । কিছুক্ষণের জন্য় নিস্তব্ধ হয়ে আমেদাবাদের নীল সমুদ্রের ঢেউ ৷ 2003 সালে ঠিক এইভাবেই প্লেড-অন হয়েছিলেন বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও ৷ স্কোর ছিল 47 ৷ সেদিন কার্যত চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি ৷ এদিন প্রায় একইরকম উইকেট পতনের সাক্ষী থাকল আমেদাবাদও ৷
আরও পড়ুন:
- ফাইনালে অসহায় ভারতীয় ব্যাটিং, অজি বোলারদের সামনে আড়াইশোর আগেই শেষ টিম ইন্ডিয়া
- অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে