পুনে, 19 অক্টোবর:বাংলাদেশ ম্য়াচে একগুচ্ছ রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন রানমেশিন বিরাট কোহলি ৷ সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি ৷ পুনেতে দুরন্ত 103 রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের দ্রুততম 26 হাজার রানের মালিক হলেন 'কিং কোহলি' ৷ ভাঙলেন সচিনের রেকর্ড ৷ একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন বিরাট ৷
সবচেয়ে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে 25 হাজার রান সংগ্রহের রেকর্ড আগেই নিজের নামে করেছিলেন কোহলি ৷ মাত্র 549টি ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন তিনি ৷ এক্ষেত্রেও মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙেছিলেন তিনি ৷ সচিন তেন্ডুলকরের 25 হাজার রান করতে লেগেছিল 577টি ইনিংস ৷ বৃহস্পতিবার বিরাটের সামনে সুযোগ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসাবে 26 হাজার রানের মালিক হওয়ার ৷ এর আগে সবচেয়ে দ্রুত 26000 রান সংগ্রহ করেছিলেন সচিন ৷ এই মাইলস্টোন ছুঁতে সচিনকে খেলতে হয়েছিল 601টি ইনিংস ৷
আর বিরাট নিলেন 567টি ইনিংস ৷ সেই সঙ্গে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের দ্রুততম 26 হাজার রানের মালিক হলেন কোহলি ৷ টেস্টে এখনও পর্যন্ত বিরাট খেলেছেন 187টি ইনিংস ৷ সংগ্রহ করেছেন 8,676 রান ৷ ওয়ান ডে ফরম্যাটে 273টি ইনিংসে কোহলির ঝুলিতে রয়েছে 13,342 রান ৷ আর আন্তর্জাতিক টি-20 ম্যাচে 107টি ইনিংস বিরাটের ব্যাট থেকে এসেছে 4,008 রান ৷