পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ছক্কা হাঁকিয়ে সচিনের 'বিরাট' রেকর্ড ভাঙলেন কোহলি - বাংলাদেশের বিরুদ্ধে

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রানমেশিন ৷ এদিন বাংলাদেশের বিরুদ্ধেও কোহলিকে দেখা গেল 'বিরাট' ছন্দে ৷ গড়লেন একাধিক রেকর্ড ৷ ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেটে লিটল মাস্টার দ্রুততম 26 হাজার রানের রেকর্ড ৷

ICC World Cup 2023
বাংলাদেশ ম্য়াচে একগুচ্ছ রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন রানমেশিন

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 9:20 PM IST

Updated : Oct 19, 2023, 9:54 PM IST

পুনে, 19 অক্টোবর:বাংলাদেশ ম্য়াচে একগুচ্ছ রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন রানমেশিন বিরাট কোহলি ৷ সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি ৷ পুনেতে দুরন্ত 103 রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের দ্রুততম 26 হাজার রানের মালিক হলেন 'কিং কোহলি' ৷ ভাঙলেন সচিনের রেকর্ড ৷ একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন বিরাট ৷

সবচেয়ে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে 25 হাজার রান সংগ্রহের রেকর্ড আগেই নিজের নামে করেছিলেন কোহলি ৷ মাত্র 549টি ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন তিনি ৷ এক্ষেত্রেও মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙেছিলেন তিনি ৷ সচিন তেন্ডুলকরের 25 হাজার রান করতে লেগেছিল 577টি ইনিংস ৷ বৃহস্পতিবার বিরাটের সামনে সুযোগ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসাবে 26 হাজার রানের মালিক হওয়ার ৷ এর আগে সবচেয়ে দ্রুত 26000 রান সংগ্রহ করেছিলেন সচিন ৷ এই মাইলস্টোন ছুঁতে সচিনকে খেলতে হয়েছিল 601টি ইনিংস ৷

সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

আর বিরাট নিলেন 567টি ইনিংস ৷ সেই সঙ্গে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের দ্রুততম 26 হাজার রানের মালিক হলেন কোহলি ৷ টেস্টে এখনও পর্যন্ত বিরাট খেলেছেন 187টি ইনিংস ৷ সংগ্রহ করেছেন 8,676 রান ৷ ওয়ান ডে ফরম্যাটে 273টি ইনিংসে কোহলির ঝুলিতে রয়েছে 13,342 রান ৷ আর আন্তর্জাতিক টি-20 ম্যাচে 107টি ইনিংস বিরাটের ব্যাট থেকে এসেছে 4,008 রান ৷

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে 26 হাজার রানের মালিক হয়েছেন 3 জন ক্রিকেটার ৷ সচিনের সংগ্রহে রয়েছে 34,357 রান ৷ খেলেছেন 782টি ইনিংস ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার কুমার সঙ্গাকারা ৷ 666টি ইনিংসে তিনি করেছেন 28,016 রান ৷ তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৷ 668টি ইনিংসে পান্টারের দখলে রয়েছে 27,483 রান ৷

আরও পড়ুন:দুরন্ত ওপেনিং পার্টনারশিপে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেঙ্গল টাইগার্স

এই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট উঠে এলেন চতুর্থ স্থানে ৷ কোহলির সংগ্রহে রয়েছে 26,026 রান ৷ তাঁর ঠিক পরেই রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মাহেলা জয়বর্ধনে ৷ 725টি ইনিংস খেলে তিনি সংগ্রহ করেন 25,957 রান ৷

Last Updated : Oct 19, 2023, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details