পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইডলের স্বাক্ষর করা জার্সি উপহার নিয়ে মাঠে নামলেন কোহলি - virat kohli receives signed jersey

World Cup Final 2023: ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ব্যাট করছে টিম ইন্ডিয়া ৷ টসের পর মাঠে নামার আগে আইডলের জার্সি উপহার পেলেন বিরাট কোহলি ৷

World Cup Final 2023
আইডলের জার্সি উপহার নিয়ে মাঠে নামলেন কোহলি

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 3:05 PM IST

Updated : Nov 19, 2023, 10:37 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর:চারদিন আগে শতরানের অর্ধশতরান করে নজির গড়েছেন বিরাট কোহলি ৷ মেগা ফাইনালেও তাঁর ব্যাটে শতরান চাইছে ক্রিকেট জনতা ৷ কোটি কোটি দেশবাসীর প্রত্যাশার চাপ নিয়ে রবিবার প্রধামনন্ত্রী নরেন্দ্র মেদি স্টেডিয়ামে মাঠে নামার আগে সচিন তেন্ডুলকরের থেকে বিশেষ উপহার পেলেন 'রানমেশিন' ৷ এদিন ম্যাচ শুরুর আগে ভারতের প্রাক্তন অধিনায়কের হাতে স্বাক্ষর করা নিজের একটা জার্সি তুলে দেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ সেই ছবি পোস্ট করা হয়েছে বিসিসিআইয়ের তরফে ৷

যে জার্সি পরে সচিন নিজের শেষ ওডিআই ম্যাচটি খেলেছিলেন, সেটিই রবিবার ফাইনালের আগে মাস্টার-ব্লাস্টার তুলে দিয়েছেন কোহলির হাতে। জার্সিতে রয়েছে সচিনের সই। সঙ্গে কিছু ছবিও। হাসতে হাসতে সেই জার্সি নিয়ে পোজ দিতে দেখা গিয়েছে 'চেজমাস্টার'কে। সচিনের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন বিরাট। সেমিতে বিরাটের সেঞ্চুরির হাফসেঞ্চুরির পর সচিনের সঙ্গে তাঁর আলিঙ্গনের মুহূর্তের ছবিও বিরাট কোহলির হাতে দেখা গিয়েছে এদিন ৷ দেখে বোঝাই যাচ্ছিল বিশেষ এই পুরস্কার পেয়ে কোহলি কতটা আপ্লুত।

বিসিসিআইয়ের তরফে এদিন টুইটে লেখা হয়েছে, "একটি বিশেষ উপলক্ষ্য এবং একটি বিশেষ প্রাক-ম্যাচ মুহূর্ত ৷ শরীরি ভাষাতেও যেন ক্লাস লেখা! বিরাট কোহলিকে তাঁর শেষ ওয়ান-ডে'র স্বাক্ষর করা জার্সি উপহার দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকার ৷" বেঙ্গালুরুতে চারদিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমি ম্যাচে বিরাট কোহলি নজির গড়েন শতরানের ৷ ওয়ান-ডে'তে সর্বাধিক শতরানের নজির ভেঙে সেদিন মাঠেই আইডল সচিনকে নতমস্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷

টুইটে পালটা সচিন বিরাটকে লিখেছিলেন, "প্রথমবার যখন আমি ভারতীয় ড্রেসিংরুমে তোমাকে দেখেছিলাম, তখন আমার পা ছোঁয়ার জন্য সতীর্থরা মজা করে তোমায় আমার কাছে পাঠিয়েছিল। সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু শীঘ্রই, আবেগ এবং দক্ষতা দিয়ে তুমি আমার হৃদয় স্পর্শ করেছিলে। আমি খুব খুশি যে সেই যুবকটি বড় হয়ে 'বিরাট' খেলোয়াড়ে পরিণত হয়েছে।" আজ মেগা ফাইনালেও দেশবাসীর নজর বিরাটের ব্যাটের দিকে ৷ মোতেরায় বিরাটের ব্যাট থেকে আসবে কি আরও একটা শতরান?

আরও পড়ুন:

  1. রাহুল দ্রাবিড়, যিনি ভারতীয় দলকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছেন
  2. সারা গায়ে আঁকা তেরঙা, খালি গায়েই 12 ঘণ্টার ট্রেন সফর করে মোতেরায় কর্ণাটকের যুবক
  3. টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে অনুষ্কা, থাকছেন দীপিকা-রণবীর
Last Updated : Nov 19, 2023, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details