ওয়াংখেড়ে, 2 নভেম্বর: এক যুগ আগে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি ৷ ফাইনাল ম্যাচে সেসময় বীরেন্দ্র সেহওয়াগ এবং সচিন তেন্ডুলকরকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল ৷ 35 রান করে দলের হাল ধরেছিলেন রানমেশিন ৷ তারপর গৌতম গম্ভীর-মহেন্দ্র সিংহ ধোনির অনবদ্য ইনিংসে ভর করে ট্রফি জেতে ভারতীয় দল ৷ আর বিরাটের কাঁধে চেপে তারপর মাঠে চক্কর দিয়েছিলেন সচিন ৷ এক যুগ পর সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই লিটল মাস্টারের রেকর্ড ছোঁয়ার অমোঘ সুযোগ ছিল কোহলির সামনে ৷
তাও আবার সচিন যখন উপস্থিত ওয়াংখেড়ের গ্যালারিতে ৷ এমন স্বপ্নের চিত্রনাট্য দেখে হয়তো মনে হয়েছিল রাজকুমার হিরানি কিংবা আশুতোষ গোয়াড়েকরের ছবির কথা ৷ কিন্তু রিল লাইফের চেয়েও কখনও কখনও কঠিন হয়ে ওঠে বাস্তবটা ৷ ক্রিকেটের দেবতাও এদিন বেশ সদয় হন বিরাটের উপর ৷ দু'বার ক্যাচ দিয়েও বেঁচে যান কোহলি ৷ কিন্তু তারপরেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে লিটল মাস্টারের সর্বাধিক 49টি শতরানের রেকর্ড স্পর্শ করা হল না রান মেশিনের ৷