কলকাতা, 5 নভেম্বর: শতরানে জন্মদিন উদযাপন । দেখলে মনে হবে যেন নাট্যকারের কলমে সাজানো চিত্রনাট্য । 2009 সালে ইডেনে সেঞ্চুরি দিয়ে একদিনের ক্রিকেটে শতরানের খাতা খুলেছিলেন । 14 বছর পরে ফের ইডেন পেল সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে । যার ব্যাটিং বিক্রম সচিন তেন্ডুলকরের 49টি এদিনের ক্রিকেটের সেঞ্চুরির পাশে তাঁকে বসিয়ে দিল । ক্রিকেটজীবনে 78টি সেঞ্চুরি কোহলিকে সমসাময়িকদের থেকে অনেকটা এগিয়ে রেখেছে । এই প্রেক্ষাপটে কোহলির প্রতিটি রান এখন কীর্তির মাইলস্টোন ছোঁয়া ।
বিরাটের জন্মদিন । উৎসবের মোড়ক যেন গোটা শহরে । মহমেডান ক্লাবের উলটোদিকের পাঁচিলের গায়ে 48 সেঞ্চুরির কাট আউট । যা বল গড়ানোর আগেই মেজাজটা বেঁধে দিয়েছিল । সিএবি-র তরফে বিশেষ স্মারক উপহার তৈরিই ছিল । অর্ডারি কেক । আতসবাজি । এলইডি লাইটের মেগা শো । রেড রোডে 48 কাট আউটে শুভেচ্ছা ও প্রার্থনা । শুভেচ্ছা 35তম জন্মদিনের । প্রার্থনা, ইডেনে সেঞ্চুরি করে ওয়ান ডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করার । সেই প্রার্থনা এখন ঘোর বাস্তব ।
ইনিংসের ফাঁকে কোহলি জানান, ব্যাটিংয়ের ক্ষেত্রে উইকেটটা সহজ ছিল না । রোহিত এবং শুভমন শুরুটা ভালো করেছিল । আমার দায়িত্ব ছিল রানের সেই গতি বজায় রাখা এবং শেষ পর্যন্ত টিকে থেকে ইনিংসটা টেনে নিয়ে যাওয়া । দশ ওভারের পর থেকে বল স্পিন করতে থাকে এবং আরও ধীরে ব্যাটে আসছিল । আমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ আমাকে খেলার সুযোগ দেওয়া এবং দলের জন্য অবদান রাখতে পারার জন্য । ঐতিহ্যশালী একটা মাঠে এত সমর্থকের সামনে জন্মদিনে শতরান করতে পারাটা একটা বড় বিষয় । পিচ স্লো হচ্ছে, আমাদের বোলিং লাইন আই যথেষ্ট দক্ষ, তবে কঠিন পরিশ্রম জারি রাখতে হবে । পিচের চরিত্র যেদিকে যাচ্ছে তাতে প্রথম দিকে কয়েকটা উইকেট তুলে নিতে পারলে প্রতিপক্ষের উপর চাপ বাড়বে ৷
আরও পড়ুন : নন্দনকাননে শতরান হাঁকিয়ে জন্মদিন উদযাপন কোহলির, ছুঁলেন মাস্টার-ব্লাস্টারের 'বিরাট' নজির