কলকাতা, 5 নভেম্বর: পয়মন্ত ইডেনে অধিনায়ক রোহিত শর্মার ব্যর্থতার দিনে 'রাজা' বিরাট কোহলি ৷ জন্মদিনে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে বড় রানের জন্য হা-পিত্যেশ ছিল ইডেনমুখী জনতার মধ্যে ৷ বিশেষ দিনে নিরাশ করলেন না 'রানমেশিন' ৷ ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 119 বলে শতরান পূর্ণ করলেন কোহলি ৷ একইসঙ্গে ওয়ান-ডে ক্রিকেটে শতরানের নিরিখে কোহলি ছুঁয়ে ফেললেন সচিন রমেশ তেন্ডুলকরকে ৷
যে মাঠে এসেছিল কেরিয়ারের প্রথম ওডিআই শতরান, সেই মাঠেই 'ক্রিকেট ঈশ্বরে'র সর্বকালীন 49টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন কোহলি ৷ তাও আবার সচিনের তুলনায় 175 ইনিংস কম খেলে ৷ 452 ওয়ান-ডে ইনিংসে মাস্টার-ব্লাস্টারের ঝুলিতে রয়েছে 49টি শতরান ৷ সেখানে মাত্র 277 ইনিংসেই সেই নজির ছুঁয়ে ফেললেন দিল্লি ব্যাটার ৷ তাও আবার বিশ্বকাপে লিগ টেবিলে টপারদের লড়াইয়ে ৷ 10টি বাউন্ডারি হাঁকিয়ে 121 বল খেলে কোহলি এদিন ইডেনে ঝকঝকে 101 রানই কেবল উপহার দিলেন না, অ্যাংকর ইনিংসে দলকে পৌঁছে দিলেন বড় রানে ৷ 50 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত তুলল 326 রান ৷