হায়দরাবাদ, 17 অক্টোবর:ইতিমধ্য়েই অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো সুপার জায়ান্টকে হারিয়ে বিশ্বকাপের লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে ভারতীয় দল ৷ প্রথম তিনটি লিগ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছে 'মেন ইন ব্লু' ৷ এবার প্রতিপক্ষ বাংলাদেশ ৷ বৃহস্পতিবার পুনের এমসিএ স্টেডিয়ামে শাকিব আল হাসানের দলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা ৷ প্রতিপক্ষ হিসাবে কাগজে-কলমে হয়তো তেমন জোরালো নয় বাংলাদেশ ৷ কিন্তু অঘটন এর আগেও ঘটিয়েছে 'বেঙ্গল টাইগার্স' ৷ 2007 সালে ভারতকে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল এই বাংলাদেশের কাছে হেরেই ৷ তাই লক্ষ্য স্থির রাখা একান্ত জরুরি ৷ দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের ম্যাচে ভারতের হয়ে কোন কোন খেলোয়াড় হতে চলেছন গুরুত্বপূর্ণ ৷
বিরাট কোহলি:ভারতীয় ব্যাটিংয়ের ক্ষেত্রে বিরাট অন্যতম স্তম্ভ ৷ আর বর্তমানে দারুণ ফর্মেও রয়েছেন তিনি ৷ আর সবচেয়ে বড় বিষয়টি হল বিশ্বকাপে দারুণ ফর্মেও রয়েছেন 'রানমেশিন' ৷ ইতিমধ্যেই দু'টি অর্ধশতরান পেয়ে গিয়েছেন বিরাট ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো 85 রানের ইনিংস খেলেন ৷ তারপর আফগানিস্তানের বিরুদ্ধেও 55 রানের সুন্দর ইনিংস উপহার দেন তিনি ৷ যদিও পাকিস্তানের বিরুদ্ধে তেমন রান পাননি কোহলি তবে শাকিবদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে রান দেখতে মুখিয়ে রয়েছে সকলে ৷
রোহিত শর্মা:এই তালিকায় দ্বিতীয় নামটি অবশ্যই 'মুম্বই চা রাজা' রোহিতও বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ৷ প্রথম ম্যাচে রান না-পেলেও দ্বিতীয় ম্য়াচ থেকেই তিনি ফিরেছেন ফর্মে ৷ আফগানিস্তানের বিরুদ্ধে মারকুটে শতরানের পর পাকিস্তানের বিরুদ্ধেও তিনি উপহার দিয়েছেন বেশ কিছু চোখ ধাঁধানো শট ৷ তাঁর 63 বলে 86 রানের ইনিংস সেদিন জয়ের পথে পৌঁছে দিয়েছিল ভারতকে ৷ তাই বাংলাদেশের বিরুদ্ধেও তাঁর ব্য়াট থেকে রান চাইবেন সমর্থকরা ৷