লখনউ, 30 অক্টোবর: বছরের শুরুতে 'পাঠান' ছবির হাত ধরে শাহরুখ খানের কামব্যাক নতুন করে উজ্জীবিত করেছিল সিনেপ্রেমীদের ৷ রবিবাসরীয় সন্ধ্যায় লখনউয়ে দ্বিতীয়বার নিজেকে প্রমাণ করেন আরেক 'পাঠান' মহম্মদ শামি ৷ বল হাতে জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের নাস্তানাবুদ করে যেন তিনি বললেন, "মহম্মদ শামি, নাম তো শুনাহি হোগা ৷" এই ম্যাচে ভারতীয় পেস ডিপার্টমেন্টের আরেক নায়ক অবশ্যই জাসপ্রীত বুমরা ৷ ডেভিড মালান, জো রুট, আদিল রশিদদের ঘরে ফিরিয়ে তিনিও অনুরাগীদের বার্তা দিলেন, 'মুসকুরাইয়ে, আপ লখনউমে হ্যায় ৷' এবার ইংল্যান্ড ম্যাচের এই দুই নায়ককে নিয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে ৷
রবিবার শামি-বুমরা হয়ে উঠেছিলেন 'শোলে'র জয়-বীরু জুটির মতোই অপ্রতিরোধ্য ৷ এদিন তাঁরা দু'জন মিলেই তুলে নেন 7টি গুরুত্বপূর্ণ উইকেট ৷ প্রথম চার ম্যাচে বেঞ্চে অপেক্ষা করার পর শামি দুই ম্যাচেই মারাত্মক পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ তাঁকে বিশ্রাম দেওয়ার কথা এখন ভাবাই অসম্ভব ৷ এই সমস্ত কিছু নিয়ে বলতে গিয়ে পরশ বলেন, "শামিদের যা দক্ষতা রয়েছে তাতে ওদের সঙ্গে এইসব নিয়ে আলোচনাই বৃথা ৷ ওরা যথেষ্ট ক্রিকেট খেলেছে ৷ দল কী চায়, তা ওরা ভালোই জানে ৷"
ইংল্যান্ডের বিরুদ্ধে দলের বোলিং নিয়ে ঠিক কি পরিকল্পনা ছিল ? এই নিয়ে তিনি বলেন, "আমরা এই নিয়ে প্রচুর আলোচনা এবং পরিকল্পনা করেছিলাম বলতে পারলে আমিও খুশি হতাম ৷ কিন্তু আসলে আমাদের বোলারদের বোলিংয়ের মান ভীষণ উন্নত ৷ একইসঙ্গে তারা অভিজ্ঞও বটে ৷ তাই আমার কাজটা অনেক সহজ হয়ে যায় ৷"