পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ফাইনাল উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন বায়ুসেনার - Surya Kiran team to put on air show

Surya Kiran team to put on air show: 19 নভেম্বর চলতি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে বায়ুসেনা ৷ বায়ু সেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিম রবিবার আকাশে দেখাবে তাদের কামাল ৷

ICC World Cup 2023
ফাইনাল উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন বায়ুসেনার

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 10:46 PM IST

Updated : Nov 16, 2023, 10:54 PM IST

আমেদাবাদ, 16 নভেম্বর:সবার চোখ এখন 19 নভেম্বরের দিকে ৷ এক যুগ পর আবার ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষে ঝাঁপাচ্ছে মেন ইন ব্লু ৷ আমেদাবাদের এই ম্যাচ ঘিরে প্রস্তুতি এখন থেকেই তুঙ্গে ৷ এবার জানা গেল ফাইনালের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এয়ার ফোর্সও ৷ ভারতীয় বায়ু সেনার একটি বিশেষ দল রবিবার আকাশে দেখাবে তাদের কামাল ৷

ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন সূর্য কিরণ অ্যারোবেটিক টিম এদিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে ৷ ফাইনালের ঠিক দশ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান ৷ পিআরও বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার এবং শনিবার রিহার্সালেরও আয়োজন করা হবে ৷

সূর্য কিরণ অ্যারোটেবিক টিম সাধারণত 9টি বিমান নিয়ে খেলা দেখায় ৷ ভারতের বিভিন্ন জায়গায় তাঁদের কেরামতি দেখায় এই দল ৷ এবার বিশ্বকাপের ফাইনাল উপলক্ষ্যে আয়োজিত হবে এই শো ৷ 9টি বিমান আকাশে বিভিন্ন আকার তৈরি করে ৷ কখনও তারা তৈরি করে 'ভিক্ট্রি ফরমেশন' কখনও বা ব্যারেল রোল ৷

বুধবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় দল ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং শুভমন গিলের দুরন্ত ব্যাটিংয়ে 397 রান তোলে ভারত ৷ রোহিত শর্মার স্পেশাল শোয়ের কথাও বলতেই হবে ৷ বোলিংয়ে অবশ্য় পুরোটাই ছিল স্রেফ মহম্মদ শামি শো ৷

বাকি বোলাররা যখন কিউয়ি শাসেনে বিধ্বস্ত তখন রুখে দাঁড়ান শামি ৷ ব্ল্যাক ক্যাপসদের সপ্তরথীকে ঘরে ফিরিয়ে ম্যাচের মোর ঘুড়িয়ে দেন তিনি ৷ আর তার জন্য় খরচ করেন মাত্র 57 রান ৷ মুম্বইয়ের ব্যাটিং প্যারাডাইসেও শামি একইরকম ভয়ংকর ৷ দুই ইনিংস মিলিয়ে যে ম্যাচে 700-এরও বেশি রান খরচ করেছেন বোলাররা সেই ম্যাচেও একজন বোলারই যে ম্যাচের সেরা হতে পারেন দেখিয়ে দিয়েছেন তিনি ৷ এবার লক্ষ্য একটাই আমেদাবাদ জয় ৷
আরও পড়ুন:

  1. 'শাপে বর' হার্দিকের চোট, শামি ফোবিয়ায় কাঁটা শত্রু-শিবির
  2. বিপর্যয় এড়িয়ে ইডেনে শতরান মিলারের, অষ্টমবার ফাইনাল খেলতে অজিদের দরকার 213
Last Updated : Nov 16, 2023, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details