দুবাই, 10 নভেম্বর:ফের বিতর্কে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷ এবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি ৷ নিয়ম বিরুদ্ধ কাজের জেরে বোর্ডের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিল আইসিসি কর্তৃপক্ষ ৷ চলতি বিশ্বকাপে ফলাফল একেবারেই ভালো হয়নি শ্রীলঙ্কার ৷ নির্ধারিত 9 ম্যাচের মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছে কুশল মেন্ডিসের দল ৷ বিশ্বকাপে এমন হতশ্রী দশার পরে বোর্ডের ওপর খড়গহস্ত হয় সরকার ৷
ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হার, দুর্নীতির অভিযোগ ইত্যাদি একগুচ্ছ কারণে বোর্ডকে বরখাস্ত করেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে ৷ অন্তর্বর্তীকালীন একটি বোর্ডও গঠন করা হয় ৷ তার চেয়ারম্যান ঘোষণা করা হয় বিশ্বকাপজয়ী প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে ৷ কিন্তু সরকারের এই হস্তক্ষেপকে ভালো চোখে দেখছে না আইসিসি ৷
শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে আইসিসি লিখেছে, "আইসিসি অবিলম্বে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ বাতিল করেছে । আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রীলঙ্কা সদস্য যে যে নিয়ম মেনে চলা উচিত তা লঙ্ঘন করেছে ৷" আইসিসির দাবি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা ৷ সেখানে কোনও সরকারের হস্তক্ষেপ থাকবে না এটাই ছিল নিয়ম ৷ কিন্তু এই নিয়ম বোর্ড লঙ্ঘন করেছে ৷ সাসপেনশনের শর্তগুলি কী কী হবে যথাসময়ে আইসিসি বোর্ড তা নিয়ে সিদ্ধান্ত নেবে ।
প্রসঙ্গত, এই ঘটনা যে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য আরও ভয়ংকর হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ চলতি বিশ্বকাপের শ্রীলঙ্কা জিতেছে মাত্র দু'টি ম্যাচ ৷ ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস ছাড়া বাকি সাতটি দলের কাছেই হার স্বীকার করতে হয়েছে তাদের ৷ এশিয় ক্রিকেটে একসময় গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচিত হত এই দল ৷ মুথাইয়া মুরলিধরন, কুমার সাঙ্গাকারা, সনৎ জয়সূর্যর মতো কিংবদন্তি ক্রিকেটারের দেশে ক্রিকেটের মান যেভাবে নীচে নেমে গিয়েছে তা মোটেই কাম্য নয় ৷ অনেক রিপোর্টেই দাবি করা হয়েছে এর মূলে রয়েছে দুর্নীতি ৷ এখন আগামিদিনে শ্রীলঙ্কান বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ৷
আরও পড়ুন:
- টিভিতে বক্তব্য রাখা সহজ, তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের কোনও চাপ নেই; সমালোচকদের জবাব বাবরের
- 'ইমপসিবল'-ই থেকে গেল আফগানদের মিশন, গ্লাভস হাতে রেকর্ড ছুঁলেন ডি'কক