ধরমশালা, 17 অক্টোবর: বিশ্বকাপে এমন অনেক অঘটনই ঘটে যা গুলিয়ে দেয় কাগজ-কলমের হিসেব নিকেশ ৷ কয়েকদিন আগেই গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছিল আফগানিস্তান ৷ আর এবার তৃতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিল স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস ৷ লোগান ভ্যান বিক, পল ভ্যান মিকি রেন, রিওলফ ভ্যান ডার মারউইদের দাপুটে বোলিংয়ের এদিন কার্যত অসহায় হয়ে পড়ে প্রোটিয়াবাহিনী ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত 43 ওভারে 246 রানের টার্গেট রাখে ডাচ শিবির ৷ জবাবে অন্তিম ওভারে 207 রানে গুটিয়ে গেল প্রোটিয়াবাহিনী ৷ সবমিলিয়ে ডাচরা জিতল 38 রানে ৷
এই চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে প্রথমেই 20 রানে ফর্মে থাকা কুইন্টন ডিকককে ঘরে ফেরান কলিন অকারম্যান ৷ এরপর অধিনায়ক তেম্বা বাভুমাকে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন বুাঁ হাতি স্পিনার ভ্যান ডার মারউই ৷ ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করামও এদিন ছিলেন ক্ষণিকের অতিথি ৷ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 82 রানে 5 উইকেট হারায় নেদারল্যান্ডস ৷ সেই কঠিন পরিস্থিতি থেকে অধিনায়কোচিত ইনিংস খেলে দলের হাল ধরেন স্কট এডওয়ার্ডস ৷