পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC Cricket World Cup: 'ইমপসিবল'-ই থেকে গেল আফগানদের মিশন, গ্লাভস হাতে রেকর্ড ছুঁলেন ডি'কক - Quinton de Kock

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 244 রানেই শেষ আফগানিস্তানের ইনিংস ৷ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার স্বপ্ন শেষ রাশিদ খানদের ৷

ICC Cricket World Cup
গ্লাভস হাতে রেকর্ড ছুঁলেন ডি'কক

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 6:25 PM IST

আমেদাবাদ, 10 নভেম্বর: দক্ষিণ আফ্রিকাকে 438 রানে হারাতে পারলে সেমিতে জায়গা পাওয়ার সুযোগ ছিল হাসমতউল্লাহ শাহিদির দলের ৷ ক্রিকেটে অনেক 'অসম্ভব সম্ভব' হয় ঠিকই তবে এই স্বপ্ন পূর্ণ হল না আফগানবাহিনীর ৷ যদিও টসে জিতে প্রথমে ব্যাটিং করার সুযোগ তারা পেয়েছিল ৷ তবে প্রোটিয়া বোলিংয়ের বিরুদ্ধে শুক্রবার দাঁড়াতে পারেননি রহমতউল্লাহ গুরবাজ বা ইব্রাহিম জাদরানরা ৷ রহমত শাহ বা অধিনায়ক শাহিদিও ব্যাট হাতে ব্যর্থ যার জেরে মাত্র 244 রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস ৷

তবে গোটা দলের ব্যাটিং ব্যর্থতার দিনেও উজ্জ্বল আজমতউল্লাহ ওমরজাই ৷ একা হাতে দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান তিনি ৷ অন্যপ্রান্তে কেউই তাঁকে সঙ্গ দিতে পারেননি ৷ ইব্রাহিম অখিল, মহম্মদ নবি, রাশিদ খানরাও ছিলেন ক্ষণিকের অতিথি ৷ তবে ওমরজাই পিচে পড়ে থাকেন মাটি কামড়ে ৷ বুক চিতিয়ে একা কুম্ভ রক্ষা করেন প্রোটিয়া পেস অ্যাটাকের বিরুদ্ধে ৷ ম্যাচ শেষে 97 রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ৷ 7টি চার ও 3টি ছয় দিয়ে ইনিংস সাজান তিনি ৷

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক 4 উইকেট শিকার করেন জিরাল্ড কোর্টজে ৷ দু'টি করে উইকেট তুলে নেন লুঙ্গি এনগিদি এবং কেশব মহারাজও ৷ কিপার হিসাবে এদিন এক অনন্য রেকর্ড গড়েন কুইন্টন ডি'কক ৷ ছ'টি ক্যাচ এদিন দস্তানা বন্দি করেন এই প্রোটিয়া কিপার-ব্যাটার ৷ এর আগে একটি একদিনের ম্যাচে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল জন্টি রোডসের ৷ নিজের দেশের খেলোয়াড়ের রেকর্ডই এদিন ভেঙে দেন তিনি ৷ ব্যাট হাতে চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই 4টি শতরান করে ফেলেছেন তিনি ৷ এবার কিপিং গ্লাভস হাতেও মাইলস্টোন ছুঁলেন এই বাঁ-হাতি ব্যাটার ৷

আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেলেও পাকিস্তানের সামনে এখনও সুযোগ রয়েছে সেমিতে যাওয়ার ৷ তবে তাদের সামনেও রয়েছে অসম্ভবের হাতছানি ৷ শুক্রবার প্রোটিয়াদের বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে পারেননি হাসমতউল্লাহরা ৷ এবার পাকিস্তানের মিশনও 'ইমপসিবল'-ই থেকে যায় কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. কিউয়িদের জয়ে শেষ চার বাবরদের কাছে 'সোনার পাথরবাটি', কোন সমীকরণে সেমিতে ভারত-পাক?
  2. 160 বল বাকি থাকতে সিংহল-'বধ', বাবরদের ছিটকে দিয়ে কার্যত সেমিতে কিউয়িরা

ABOUT THE AUTHOR

...view details