পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: সেমির আগে অধিনায়কের চোট ঘিরে চিন্তায় প্রোটিয়ারা, ইডেনে অনুশীলনে অজি ব্রিগেড - African And Australian Players Practice Session

তেম্বা বাভুমার চোট ঘিরে সেমিফাইনালের আগে চিন্তায় প্রোটিয়ারা ৷ সোমবার ইডেনেও তাঁকে সময় কাটাতে দেখা গেল ফিজিয়োদের সঙ্গে ৷ অন্যদিকে মাঠে নামল অস্ট্রেলিয়াও ৷

ICC World Cup 2023
অনুশীলনে প্রোটিয়া এবং অজিরা

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 10:40 PM IST

কলকাতা, 13 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার কি চোট রয়েছে? তিনি কি বৃহস্পতিবার ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবেন? বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনালের তিন দিন আগে প্রোটিয়া অধিনায়ককে নিয়ে হঠাৎ জল্পনা ইডেন জুড়ে । সোমবার দুপুরে তাঁকে দেখা গেল ফিজিয়োদের সঙ্গে ৷

সোমবার দুপুরে অনুশীলনে এসে প্রোটিয়া অধিনায়ককে নিয়ে বেশ কিছুক্ষণ ব্যয় করেন ফিজিয়ো সিজওয়ে হাডেবে ৷ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রুনেসন মুডলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ব্যয় করেন তিনি। তারপর কিছুটা দৌড় করেন বাভুমা । তবে তাঁর চলা ফেরায় কিছুটা অস্বস্তি ছিল । হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণে তাঁর পায়ে জড়ানো ছিল স্ট্র্যাপ।

এদিন প্রোটিয়া শিবিরের ছিল ঐচ্ছিক অনুশীলন । আর তাই দক্ষিণ আফ্রিকার দলের সবাই আসেননি । কুইন্টন ডি'কক, মার্কো জানসেন এবং কগিসো রাবাদাকে এদিন মাঠে দেখা গেল না ৷ অস্ট্রেলিয়া দলের জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার এবং ট্রেভিস হেডকে মাঠে দেখা যায়নি । তবে দ্বিতীয় সেমিফাইনালের প্রস্তুতি হিসেবে সন্ধ্যায় ইডেনে নেমে পড়ল অস্ট্রেলিয়া ।

অনুশীলনে স্টিভ স্মিথ

চলতি বিশ্বকাপে দু'টি ম্যাচ হারার পরে অস্ট্রেলিয়া আবার ছন্দে ফিরেছে । প্রতিপক্ষের ওপর কার্যত তারা স্টিমরোলার চালাচ্ছে । অনুশীলনেও মন দিয়ে ব্যাটিং করে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথরা ৷ অনুশীলন করলেন মারকুটে ব্যাটিংও । বিশেষ করে নেটে মারকুটে মেজাজে ব্যাট করতে দেখা গেল ম্যাক্সওয়েলকে । লাবুশানেকে রিভার্স স্যুইপ করাও শেখালেন ম্যাক্সি ।

সেমির আগেই বাভুমাকে ঘিরে আশঙ্কায় প্রোটিয়ারা

এদিকে মিচেল স্টার্ক জানান, অস্ট্রেলিয়া দল সঠিক সময়ে ফর্মের চূড়োয় পৌঁছেছে। তিনি বলেন, "আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে শুরুটা করতে পারিনি। ব্যক্তিগত ভাবে আমাদের কয়েকজন ভালো খেলেছে । তবে আমরা সেমিফাইনালের আগে নিজেদের সঠিকভাবে খুঁজে পেয়েছি ৷" এদিকে সেমিতে ইডেনের বাইশ গজ নিয়ে ধোঁয়াশা রয়েছে । সূর্য ডোবার পরে বল স্পিন করছে । বিষয়টি মাথায় রেখেই স্টার্ক বলছেন টস বড় ভূমিকা নিতে চলেছে এই মাঠে । তাছাড়া বোলিং বৈচিত্র্য থাকতে হবে । শুধুমাত্র গতিই শেষ কথা নয় ।

আরও পড়ুন:

  1. 'চাপ হল বিকেলের রোদে দীর্ঘ ছায়ার মতো...' সেমির আগে বিরাটদের গুরুত্বপূর্ণ টিপস বিন্দ্রার
  2. সাজঘরে নিরাপদ পরিবেশ তৈরি করেছেন রোহিত, অধিনায়ক 'হিটম্য়ানে' মুগ্ধ গম্ভীর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details