হায়দরাবাদ, 14 অক্টোবর: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার দুরন্ত জয় তুলে নিল ভারতীয় দল ৷ বিশ্বকাপে এই নিয়ে অষ্টমবার পাকিস্তানকে নাস্তানাবুদ করল ভারত ৷ ম্যাচে এদিন ব্যাটিং বা বোলিং কোনও ক্ষেত্রেই ভারতকে টেক্কা দিতে পারেনি বাবর আজমের দল ৷ 191 রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন মাত্র 30.3 ওভারেই মাত্র 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় রোহিত অ্যান্ড কোং ৷ ম্যাচের নায়ক ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার ৷ পাক বোলিংয়ের এই হাল দেখে ক্ষুব্ধ প্রাক্তন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার ৷
তিনি এদিন টুইটে (বর্তমানে এক্স) লেখেন, "আমি নিশ্চিত রোহিত-বিরাটদের নেটে ব্যাটিং করতেও এর থেকে চাপ সহ্য করতে হয় ৷" ম্যাচের প্রথম পর্বে এদিন জাসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের দাপুটে বোলিংয়ে মাত্র 191 রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস ৷ জবাবে সেই রান প্রায় 20 ওভার বাকি থাকতেই তুলে দেন রোহিত-শ্রেয়সরা ৷ ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমে গিলকে হারালেও এদিন বিরাট কোহলিকে নিয়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নিজেই ৷ 16 রানে ক্রিজ ছাড়েন বিরাট ৷ কিন্তু শ্রেয়সকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেন হিটম্যান ৷