নয়াদিল্লি, 10 অক্টোবর:বিরাট কোহলি-কে এল রাহুলের পাশাপাশি ব্যাটিংয়ের ক্ষেত্রে গত কয়েক বছরে ভারতের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন শুভমন গিল ৷ বিশ্বকাপ শুরুর আগে দুরন্ত ফর্মেও ছিলেন তিনি ৷ আর তাই শুভমনের ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে অভিষেক নিয়ে চর্চা ছিল তুঙ্গে ৷ কিন্তু ওই যে কথায় বলে বিধি বাম ৷ শুভমনের ক্ষেত্রেও হল ঠিক তাই ৷ ভারতীয় এই ব্যাটার ডেঙ্গি আক্রান্ত হয়ে পড়ায় প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল বিরাটদের ৷ এখন যদিও হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন এই ডানহাতি ওপেনার ৷ কিন্তু তাঁর দলে ফেরা নিয়ে সংশয় বর্তমান ৷ এমনকী শোনা যাচ্ছে বিশ্বকাপে স্বপ্নের অভিষেক হয়তো অধরাও থেকে যেতে পারে এই ব্যাটারের জন্য় ৷
রবিবার শুভমনের প্লেট এক লক্ষের নীচে নেমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের কাবেরী মাল্টিকেয়ার স্পেশালিটি হসপিটালে ৷ এরপর সোমবারে সন্ধ্যায় তিনি ছাড়া পান হাসপাতাল থেকে ৷ শুধুমাত্র আফগানিস্তান ম্যাচ নয়, আগামীতে বাংলাদেশের বিপক্ষেও তিনি খেলবেন কি না; তা নিয়ে সংশয় রয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে ভারত মাঠে নামছে আগামী 19 অক্টোবর ৷
বিসিসিআইয়ের একটি সূত্রের কথায়, "চেন্নাইয়ে টিম হোটেলে শুভমনের জন্য ড্রিপের ব্যবস্থা করা হয় ৷ কিন্তু তাঁর প্লেটলেটের সংখ্যা 70 হাজার হয়ে যায় ৷ যার জেরে হাসপাতালে ভর্তি করতে হয় শুভমনকে ৷ রবিবার রাতে ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছিল তখনই তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় ৷ তবে সোমবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷"