মুম্বই, 18 নভেম্বর:সুপার সানডে'তে মোতেরায় মহারণে ভারত-অস্ট্রেলিয়া ৷ আর বিশ্বকাপ ফাইনালের আগে সচিন-কন্যার টুইটে ফের একবার পারদ চড়ল ৷ নিজের একটি ছবি পোস্ট করে সচিন-কন্যা লিখেছেন, 'হি হিজ মাইন' অর্থাৎ 'ও শুধু আমার'...এরপর লাভ ইমোজি ৷ তাতেই নেটাগরিকরা চোখ কপালে তুলেছেন ৷ কেউ মন্তব্য করেছেন, তবে কি আর কোনও রাখঢাক রাখতে চাইছেন না সারা! সারা-শুভমন গুঞ্জন কি এবার 'প্রেমকথা'য় পরিণতি পেল? তবে আরও একটি ব্যাপার, সারা তেণ্ডুলকরের এই অ্যাকাউন্টটি ব্লু টিক থাকলেও তা যে সচিন-কন্যাই তা সঠিকভাবে বলা যাচ্ছে না ৷
এর আগে এই সারা তেণ্ডুলকরের অ্যাকাউন্টটি থেকে শুভমনকে নিয়ে অনেক পোস্ট করা হয়েছে ৷ যদিও তা শুভমনের পারফরম্যান্সের ওপর ৷ কখনও শুভমনকে প্রকাশ্যে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কখনও শুভমনের খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। আবার শুভমনের ইনজুরি নিয়েও আত্মবিশ্বাসভরা পোস্ট করতে দেখা গিয়েছে ৷ কয়েকদিন আগে সারা আরও একটি টুইট করেন তাতে নিজের ছবি দিয়ে লেখেন, 'এভরিথিং ফর ইউ' অর্থাৎ, 'সবকিছু তোমার জন্য' ৷ তাহলে সারা আর কোনও লুকোচুরি চাইছেন না? প্রকাশ্যেই গতকাল ঘোষণা করে দিলেন, 'ও শুধু আমার।'