পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ও শুধু আমার'...কার উদ্দেশ্যে এমন লিখলেন সারা! - হি হিজ মাইন

Sara Tendulkar-Shubman Gill: তবে কি শুভমনকে বলে ফেললেন মনের কথা? সচিন-কন্য়ার করা টুইট যেন এখন বিশ্বকাপের উত্তেজনার সমপরিমাণ ৷ গতকাল সারা খোলা চুলে, হাসিমুখের একটা ছবি দিয়ে এক্সে লেখেন,(টুইট) 'হি হিজ মাইন' অর্থাৎ 'ও শুধু আমার'... এরপর লাভ ইমোজি ৷ তাতেই নেটাগরিকদের মন্তব্য, তবে কি আর কোনও রাখঢাক রাখতে চাইছেন না সারা! সারা-শুভমন গুঞ্জন কি এবার 'প্রেমকথা'য় পরিণতি পেল?

কাকে উদ্দেশ্যে করে এমন লিখলেন সারা
Sara Tendulkar Shubman Gill

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 1:25 PM IST

Updated : Nov 18, 2023, 2:34 PM IST

মুম্বই, 18 নভেম্বর:সুপার সানডে'তে মোতেরায় মহারণে ভারত-অস্ট্রেলিয়া ৷ আর বিশ্বকাপ ফাইনালের আগে সচিন-কন্যার টুইটে ফের একবার পারদ চড়ল ৷ নিজের একটি ছবি পোস্ট করে সচিন-কন্যা লিখেছেন, 'হি হিজ মাইন' অর্থাৎ 'ও শুধু আমার'...এরপর লাভ ইমোজি ৷ তাতেই নেটাগরিকরা চোখ কপালে তুলেছেন ৷ কেউ মন্তব্য করেছেন, তবে কি আর কোনও রাখঢাক রাখতে চাইছেন না সারা! সারা-শুভমন গুঞ্জন কি এবার 'প্রেমকথা'য় পরিণতি পেল? তবে আরও একটি ব্যাপার, সারা তেণ্ডুলকরের এই অ্যাকাউন্টটি ব্লু টিক থাকলেও তা যে সচিন-কন্যাই তা সঠিকভাবে বলা যাচ্ছে না ৷

এর আগে এই সারা তেণ্ডুলকরের অ্যাকাউন্টটি থেকে শুভমনকে নিয়ে অনেক পোস্ট করা হয়েছে ৷ যদিও তা শুভমনের পারফরম্যান্সের ওপর ৷ কখনও শুভমনকে প্রকাশ্যে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কখনও শুভমনের খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। আবার শুভমনের ইনজুরি নিয়েও আত্মবিশ্বাসভরা পোস্ট করতে দেখা গিয়েছে ৷ কয়েকদিন আগে সারা আরও একটি টুইট করেন তাতে নিজের ছবি দিয়ে লেখেন, 'এভরিথিং ফর ইউ' অর্থাৎ, 'সবকিছু তোমার জন্য' ৷ তাহলে সারা আর কোনও লুকোচুরি চাইছেন না? প্রকাশ্যেই গতকাল ঘোষণা করে দিলেন, 'ও শুধু আমার।'

কিছুদিন আগে আম্বানিদের পার্টি থেকে সারা ও শুভমানকে একসঙ্গে বেরোতে দেখা যায়। আবার শুভমানের খেলা চলাকালীন সারার নামে স্লোগানও দেওয়া হয়েছে। ইদানিং ভারতীয় দল মাঠে নামলেই শুভমানের উদ্দেশে চিৎকার করতে শোনা গিয়েছিল, 'হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী জায়সি হো।' এবারের কাপ ফাইনালেও তেমনই কিছু আশা করা কি যেতে পারে?

শুভমানের সঙ্গে সারা নাম বহুদিন ধরেই জড়িয়ে রয়েছে। তবে, এই 'সারা' সচিনকন্যা না সইফকন্যা অর্থাৎ সারা আলি খান তা নিয়েও জল্পনার অন্ত নেই। যদিও 'কফি উইথ করণ'-এ করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলেছিলেন, "সারা পৃথিবী ভুল সারার পিছনেই পড়ে রয়েছে।" এখন কোন সারাকে শুভমান মন দিয়েছেন, সেটাই দেখার।

আরও পডুন:

  1. 'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর
  2. 51 বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন দ্য গ্রেট খালি, ভাইরাল পরিবারের মিষ্টি ভিডিয়ো
  3. বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও
Last Updated : Nov 18, 2023, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details