হায়দরাবাদ, 22 নভেম্বর:গোটা বিশ্বকাপজুড়ে সচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে ভারতীয় ওপেনার শুভমন গিলের চর্চিত সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলেছে ৷ তাঁদের মধ্যে আদৌ কোনও প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে যখন অনুরাগীদের মধ্যে চর্চা তুঙ্গে, তখনই সারা তেন্ডুলকর নামে একটি ব্লু টিক দেওয়া এক্স অ্যাকাউন্টের পোস্ট রোজ খবরের শিরোনামে আসতে থাকে ৷ সারার নামের সেই অ্যাকাউন্ট থেকে খোলাখুলি শুভমনের প্রতি প্রেম নিবেদন করে চলতে থাকে একের পর এক পোস্ট ৷ এতে জল্পনা আরও বাড়ে ৷ তবে এ বার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং সচিন-কন্যা ৷ এবং এই নিয়ে যারপরনাই বিরক্ত ৷
সারা সাফ জানিয়ে দিলেন, তাঁর এক্স হ্যান্ডেলে কোনও অ্যাকাউন্টই নই ৷ প্রযুক্তির অপব্যবহার করে তাঁর ডিপফেক ছবি পোস্ট করা হয়েছে বলে তোপ দেগেছেন সচিন-কন্যা ৷ সারা তেন্ডুলকর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "সোশাল মিডিয়া আমাদের সবার জন্য আনন্দ, দুঃখ এবং দৈনন্দিন কাজকর্ম ভাগাভাগি করার একটি দুর্দান্ত জায়গা । তবে, প্রযুক্তির অপব্যবহার হতাশাজনক কারণ এটি সত্যতা থেকে দূরে । আমি আমার কিছু ডিপফেক ফটো দেখেছি যা বাস্তবতা থেকে অনেক দূরে ।"
এক্সে সারা তেন্ডুলকরের নামে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এক্স কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন সচিন-কন্যা ৷ তিনি লিখেছেন, "এক্সে (আগের টুইটার) কয়েকটি অ্যাকাউন্ট স্পষ্টতই আমার ছদ্মবেশী এবং এগুলি লোকেদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে । আমার এক্স-এ কোনও অ্যাকাউন্ট নেই, এবং আমি আশা করি এক্স এই জাতীয় অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখবে এবং সেগুলি স্থগিত করবে ৷"