পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Congrats Virat: 'বিরাট' স্বপ্নপূরণে কোহলিকে অভিনন্দন সচিনের - Sachin Tendulkar Congratulates Virat For Breaking His Record

বুধবার ওয়াংখেড়েতে 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেলে নয়া মাইলস্টোন বিরাট কোহলির ৷ ওয়ান ডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের 49তম শতরান টপকে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করেন বিরাট ৷ তাও আবার সচিনের সামনেই ৷ আইডলের রেকর্ড ভেঙে নতমস্তকে ক্রিকেটঈশ্বরের অভিনন্দন কুড়ান কোহলি ৷

ICC World Cup 2023
স্বপ্নপূরণের পর কোহলিকে প্রাণখোলা অভিনন্দন সচিনের

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 6:21 PM IST

Updated : Nov 15, 2023, 11:04 PM IST

মুম্বই, 15 নভেম্বর:'মাস্টার ব্লাস্টার'-এর সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন কে? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে ক্রিকেটেরঈশ্বর নিজেই বেছে নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ৷ এর আগেই তাঁর একাধিক রেকর্ড ভেঙেছেন রোহিত ৷ বুধবার ওয়াংখেড়েয় সচিন তেন্ডুলকরের সামনেই তাঁর ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড ভাঙলেন বিরাট ৷ 'গড অফ ক্রিকেট'-এর সামনে তাঁর রেকর্ড ভাঙার পর নতমস্তকে বিনম্র শ্রদ্ধা জানান 'রানমেশিন' ৷ জবাবে করতালি দেন সচিনও ৷ এরপর সোশাল মিডিয়ায় কোহলিকে 'বিরাট' খেলোয়াড় বলে সম্বোধন করেন লিটল মাস্টার ৷

সোশালে এদিন সচিন লেখেন, "প্রথম যেদিন ভারতীয় ড্রেসিংরুমে তোমার সঙ্গে দেখা হয় সেদিন কিছু টিমমেট তোমায় মজা করে আমার পা ছুঁতে পাঠিয়েছিল ৷ সেদিন আমি হাসি চেপে রাখতে পারিনি ৷ কিন্তু খুব তাড়াতাড়ি দক্ষতা এবং প্যাশন দিয়ে তুমি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিলে ৷ আমি ভীষণ খুশি যে সেদিনের সেই ছোট্ট ছেলেটা আজ 'বিরাট' খেলোয়াড় হয়ে উঠেছে ৷"

তিনি আরও লেখেন, "একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে ৷ এর থকে বেশি খুশির খবর আর কিছু হতে পারে না ৷ তাও আবার আমার ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালের বিরাট মঞ্চে ৷ সত্যি এটা কেকের ওপর চেরির মতোই সুস্বাদু ৷" চলতি বিশ্বকাপেই বিরাট স্পর্শ করেছিলেন সচিনের 49টি শতরানের মাইলস্টোন ৷ তখনও তাঁকে অভিনন্দন জানাতে ভোলেননি প্রাক্তন ভারতীয় ওপেনার ৷ তিনি শুভেচ্ছা জানাতে গিয়ে এও লিখেছিলেন, "আশা করি খুব দ্রুত তুমি 50তম শতরানটাও করে ফেলবে ৷"

সচিনের সেই আকাঙ্খাও পূর্ণ হল আজ ৷ বিশ্বকাপের সেমিফাইনাল ৷ ক্রিকেট প্রেমীদের অনেকেই যাকে বলছেন 'বদলার সেমিফাইনাল' ৷ কারণ ঠিক চারবছর আগে এই কিউয়িবাহিনীর কাছে হেরেই বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়েছিল বিরাটদের ৷ রান পাননি চেজমাস্টারও ৷ এদিন কিন্তু কোনও সুযোগ দিলেন না কোহলি ৷ রান মেশিন এমনিতেই বিশ্বকাপে রয়েছেন দুরন্ত ছন্দে ৷ 117 রানের ইনিংসে ফের সেকথাই প্রমাণ করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল
  2. শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'
Last Updated : Nov 15, 2023, 11:04 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details