হায়দরাবাদ,15 অক্টোবর: মাঠে তাঁদের 'শত্রুতা' ছিল সর্বজনবিদিত। সচিন তেন্ডুলকর এবং শোয়েব আখতারের সম্মুখ সমর সাম্প্রতিক কালের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ব্যাট-বলের এই লড়াই ঘিরে দর্শক থেকে শুরু করে ক্রিকেট সমালোচকদের আগ্রহের অন্ত ছিল না। শোয়েবের বলে অসংখ্য চার-ছয় মেরেছে সচিনের ব্যাট। আর সচিনকে 9 বার প্যাভিলিয়নে ফিরিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এবার সোশ্যাল মিডিয়ায় শোয়েবকে সোজা ব্যাটেই জবাব দিলেন সচিন। তবে এই দ্বৈরথের শেষটা হল সৌজন্য দিয়েই।
শুরুটা অবশ্য করেছিলেন শোয়েব। ভারত-পাকিস্তান ম্যাচের আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। 1999 সালে ইডেনে সচিনকে বোল্ড করে প্রথমবার বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনান। সেই ছবি পোস্ট করে পাকিস্তানের এই প্রাক্তন পেসার লেখেন,"কাল (ভারত-পাক ম্যাচে) এমন কিছু করতে হল মাথা ঠান্ডা রাখা দরকার।" ছবিতে দেখা যাচ্ছে আউট হওয়ার পর ব্যাট হাতে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন সচিন। আর তাঁকে আউট করে উচ্ছ্বসিত আখতার।
সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার পথে হাঁটেননি সচিন। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন। রোহিতদের কাছে বাবর আজমরা দুরমুশ হতেই শোয়েবকে জবাব দেন সচিন। লেখেন,"বন্ধু, আমরা তোমার পরামর্শ মেনেই চলেছি আর সবকিছু ঠান্ডা করে দিয়েছি।" এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়।