হায়দরাবাদ, 18 নভেম্বর: সেপ্টেম্বরে এশিয়া কাপ অভিযান শুরুর আগে সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে রোহিত গুরুনাথ শর্মা জানিয়েছিলেন, ভারত অধিনায়ক হিসেবে আগামী দু'মাসে তিনি এমন কিছু স্মৃতি তৈরি করতে চান; যা অবসরোত্তর জীবনে তাঁকে শত দুঃখেও এক অপার ভালোবাসার আবেশে ডুবিয়ে রাখবে ৷ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কি ধরা দেবে ভারত অধিনায়কের সেই বহু আকাঙ্খিত স্মৃতি ? উত্তর পেতে আরও বেশ কয়েকঘণ্টা অপেক্ষা ছাড়া উপায় নেই ঠিকই, তবে দলের নেতা হিসেবে যে 'স্বার্থহীন' ক্রিকেট খেলেছেন তাতে ভাগ্যদেবতা সহায় হোক শর্মাজি'র; চাইছে আসমুদ্র-হিমাচল ৷
পরিসংখ্যান বলবে গত বিশ্বকাপে পাঁচটি শতরান করা রোহিত শর্মা চলতি বিশ্বকাপে শতরান করেছেন মাত্র একটি (ফাইনালের আগে পর্যন্ত) ৷ কিন্তু পরিসংখ্যান এটা বলবে না ঝুঁকিপূর্ণ ক্রিকেটে কতগুলো সেঞ্চুরি তিনি মাঠেই রেখে এসেছেন ৷ যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, চলতি বিশ্বকাপে ভারতের এই সাফল্যের নেপথ্যে রয়েছে অধিনায়ক রোহিতের মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে সাযুজ্য ৷ ঝুঁকিপূর্ণ ক্রিকেট রোহিতের ব্যক্তিগত মাইলস্টোনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ঠিকই ৷ কিন্তু ভারত পৌঁছে গিয়েছে তৃতীয় বিশ্বকাপ জয়ের চৌকাঠে ৷
12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির ভারত যখন ওয়াংখেড়েতে বিশ্বজয় করেছিল, রোহিত সেই দলের শরিক ছিলেন না ৷ আর একযুগ পর রবিবার মোতেরায় রোহিতের কাঁধেই ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন ৷ রোহিতের বয়স এখন 36 বছর ৷ স্বাভাবিকভাবেই চার বছর বাদে মার্কিন মুলুকে পরবর্তী বিশ্বকাপের আসরে যে রোহিত থাকবেন না, সেটা নিশ্চিত ৷ তাই 16 বছরের বর্ণময় কেরিয়ারে বিশ্বকাপ জয়ের এটাই তাঁর শেষ সুযোগ ৷
নাসের হুসেন সম্প্রতি স্কাই স্পোর্টসের একটি আলোচনায় তাঁর সতীর্থ ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের একটি কথা উদ্ধৃত করে জানান, গত টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল হারের পর রোহিত দীনেশকে বলেছিলেন, "বিপক্ষের প্রতি আমাদের অ্যাপ্রোচে বদল আনতে হবে ৷" অ্যাপ্রোচ বদল হলে দলের মানসিকতায় বদল আসা স্বাভাবিক ৷ আর অধিনায়ক যখন অ্যাপ্রোচ বদলের কথা স্বয়ং বলেন, তখন অন্যদের পক্ষে বিষয়টি অনেক সহজ হয়ে যায় ৷