আমেদাবাদ, 18 নভেম্বর:বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা দুই দলের মধ্যেই তুঙ্গে ৷ ভারত-অস্ট্রেলিয়া দুই দলের মধ্যেই শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরে বাগযুদ্ধ ৷ মাঠের লড়াইয়ের আগে মাইন্ড গেম খেলতে আগাগোড়াই ভালোবাসে অস্ট্রেলিয়া ৷ এক্ষেত্রেও রোহিত শর্মা এবং প্যাট কামিন্স নামলেন কথার লড়াইয়ে ৷ যদিও চেনা ভঙ্গিতেই অজি অধিনায়ককে উত্তর দিলেন তিনি ৷ পাশাপাশি ফাইনালে যে পিচে খেলা হবে তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক ৷ এর আগেই প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছিলেন অজি অধিনায়ক ৷ তিনি পরিষ্কার জানিয়েছিলেন, ঘরের মাঠে সুবিধা তো থাকেই ৷ অর্থাৎ, আরোপ একটু হলেও তিনি ঠেলে দিয়েছিলেন বিসিসিআইয়ের দিকে ৷ এবার পিচ নিয়ে মুখ খুললেন রোহিতও ৷
রোহিত এদিন বলেন, "পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম এখন সেই পিচ অনেকটাই আলাদা ৷ এই পিচে অনেক বেশি ঘাস রয়েছে ৷ আগেরবার কিছুটা শুকনো ছিল ৷ তবে আমার ধারনা এই পিচ একটু মন্থর হতে পারে ৷ তবে আমরা কাল আবার দেখব ৷ খুব বেশি পরিবর্তন হয়তো হবে না ৷ তবে সবসময় খেলার দিন সকালে পিচ দেখে পরিকল্পনা করাটাই ঠিক হবে ৷" মাঠে শিশির কতখানি থাকবে তা নিয়ে সন্দিহান তিনি ৷ তাই রোহিত জানান, টস এখানে খুব গুরুত্বপূর্ণ হবে না ৷ তাঁদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে ৷